World Athletics Championships LIVE: ঐতিহাসিক সোনার লক্ষ্যে নীরজ, লড়াই ট্র্যাকেও


World Athletics Championships 2023 Final Live Updates: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সোনা জয়ের লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও সোনা আসেনি। আজ সেই অধরা সোনা জেতার সুবর্ণ সুযোগ আছে নীরজের সামনে। যে জ্যাভেলিন ফাইনালে নীরজ-সহ মোট তিন ভারতীয় আছেন। তাছাড়া পুরুষদের ৪*৪০০ মিটার রিলে বিভাগেও ঐতিহাসিক পদক জয়ের আশায় বুক বাঁধছে ভারত। সেইসঙ্গে ভালো কিছু করে দেখানোর আশায় বুদাপেস্টের ট্র্যাকে নামতে চলেছেন পারুল চৌধুরী। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে –

27 Aug 2023, 11:18:19 PM IST

World Athletics Championships 2023 Final LIVE: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৩ ইভেন্টে নামছেন ভারতীয়রা

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিনটি ইভেন্টে আছে ভারত। জ্যাভেলিন থ্রো’তে আছেন তিনজন – নীরজ চোপড়া, ডিপি মনু এবং কিশোর কুমার জেনা। যে ইভেন্ট শুরু হবে রাত ১১ টা ৪৫ মিনিট থেকে। মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনালে পারুল চৌধুরী নামবেন। আর পুরুষদের ৪*৪০০ মিটার রিলে বিভাগে নামবেন মহম্মদ আনাস, অমোজ জেকব, মহম্মদ আজমল ভারিয়াথোডি এবং রাজেশ রমেশরা। রাত ১ টা ৭ মিনিট থেকে সেই ইভেন্ট শুরু হবে।

27 Aug 2023, 11:18:19 PM IST

World Athletics Championships LIVE: ঐতিহাসিক সোনার লক্ষ্যে নীরজ, লড়াই ট্র্যাকেও

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সোনা জয়ের লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও সোনা আসেনি। আজ সেই অধরা সোনা জেতার সুবর্ণ সুযোগ আছে নীরজের সামনে। যে জ্যাভেলিন ফাইনালে নীরজ-সহ মোট তিন ভারতীয় আছেন। তাছাড়া পুরুষদের ৪*৪০০ মিটার রিলে বিভাগেও ঐতিহাসিক পদক জয়ের আশায় বুক বাঁধছে ভারত। সেইসঙ্গে ভালো কিছু করে দেখানোর আশায় বুদাপেস্টের ট্র্যাকে নামতে চলেছেন পারুল চৌধুরী।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*