World Athletics Championships 2023: ঘুম ছুটেছিল US-রও! এশিয়ান রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিলে ফাইনালে ভারত


বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারতের পুরুষ রিলে টিম। ৪*৪০০ মিটার বিভাগে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল। সেইসঙ্গে শনিবার প্রথম হিটে এশিয়ান রেকর্ডও ভেঙে চুরমার করে দেন মহম্মদ আনাস, অমোজ জেকব, মহম্মদ আজমল ভারিয়াথোডি এবং রাজেশ রমেশরা।শুধু তাই নয়, ব্রিটেন, জামাইকার তো শক্তিশালী দলের থেকেও এগিয়ে থেকে আমেরিকার পর দ্বিতীয় সেরা ফাইনালের টিকিট পেয়েছেন তাঁরা। তাও হিটে একটা সময় মার্কিন অ্যাথলিটদের রীতিমতো ঘুম ছুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। শেষ ল্যাপে প্রায় পিছনে ফেলে দিচ্ছিল আমেরিকাকে। শেষপর্যন্ত অবশ্য এক নম্বরেই শেষ করে আমেরিকা।

শনিবার বুদাপেস্টে ৪*৪০০ মিটার রিলে বিভাগে প্রথম হিটে নামেন আনাস, জেকব, ভারিয়াথোডি এবং রমেশরা। যে হিটে ছিল আমেরিকা, ব্রিটেন, জাপানের মতো দল। লড়াইটা কঠিন হলেও শুরুটা ভালো করেন আনাস। সেই ছন্দ ধরে রাখেন জেকব এবং ভারিয়াথোডি। আর সেই ছন্দ আরও একধাপ এগিয়ে নিয়ে যান রমেশ। ২০১৮ সালে ত্রিচিতে যে ছেলে টিকিট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন, সেই তিনি শেষ লেগে মার্কিন অ্যাথলিটকে প্রায় টপকে যাচ্ছিলেন। তবে শারীরিক দক্ষতায় বাজিমাত করেন মার্কিন দৌড়বিদ।

আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিরল নজির, এই প্রথম জ্যাভলিনের ফাইনালে একসঙ্গে তিন ভারতীয়

শেষপর্যন্ত মার্কিন অ্যাথলিটকে (২:৫৮:৪৭) টপকে যেতে না পারলেও দারুণভাবে ৪*৪০০ মিটার রিলে রেস করে টিম ইন্ডিয়া। ট্র্যাকে রীতিমতো আগুন ধরিয়ে সময় নেয় মাত্র ২:৫৯:০৫ সেকেন্ড। ভেঙে দেয় এশিয়ান রেকর্ড। যে রেকর্ড এতদিন জাপানের দখলে ছিল (জাপানের রেকর্ড ছিল ২:৫৯:৫১ সেকেন্ড)। আর জাতীয় রেকর্ডের থেকে অনেকটা কম সময় রেস শেষ করেন আনাসরা। ভারতের জাতীয় রেকর্ড ছিল ৩:০০:২৫। যা ২০২১ সালে তৈরি হয়েছিল। সেই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সার্বিকভাবে দুটি হিটের শেষে দু’নম্বর দল হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়েছে ভারত। তিন নম্বরে আছে গ্রেট ব্রিটেন। পঞ্চম দল হিসেবে ফাইনালে উঠেছে উইসেন বোল্টের দেশ জামাইকা।

আরও পড়ুন: World Athletics Championships: প্রথম থ্রোতেই ৮৮.৭৭ মিটার! ফাইনালে উঠে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া

সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াইটা আরও কঠিন হবে। আনাস, জেকব, ভারিয়াথোডি এবং রমেশদের থেকে ধারেভারে অনেক এগিয়ে থাকবে আমেরিকা, জামাইকা, ব্রিটেনের মতো দল। তবে অনেকের আশা, শনিবার যে ছন্দে দৌড়েছেন আনাস, জেকব, ভারিয়াথোডি এবং রমেশরা; তাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের স্বপ্নজাল নিঃসন্দেহে বোনা যায়। যে ফাইনাল আজ হবে।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*