World Athletics Championship 2023: সোনার ছেলে জিততেই গভীর রাতে উচ্ছ্বাসে মাতল নীরজের গ্রাম, তৈরি হচ্ছে স্বাগত জানাতে


গোটা দেশ যেমন মাঝ রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিল, ঠিক তেমনই পানিপথ জেলার খান্দ্রা গ্রামও নজর রেখেছিল সোনার ছেলে নীরজের দিকে। চোখ রাখবে নাই বা কেন। কারণ দেশের জন্য লড়াই করছেন গ্রামের ছেলে। স্বাভাবিক ভাবেই উত্তেজনা যেমন ছিল সময় যত গড়িয়েছে ততই যেন উন্মাদনা বেড়েছে। আর সোনা জেতার পর গোটা দেশ যেমন আনন্দে মেতে ওঠে, ঠিক তেমনই পানিপথের সেই গ্রামটিও সেলিব্রেশনে মুখরিত হয়ে ওঠে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিততেই লাফিয়ে ওঠেন অনেকে।

এই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন তিনি। ২৫ বছর বয়সী অলিম্পিক্সে পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার প্রথমবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। তবে এর আগে ২০০৩ সালে অনজু ববি জর্জ প্রথম পদক পান। সেদিক থেকে দেখতে গেলে নীরজ দ্বিতীয় স্থানে রয়েছেন। কিন্তু তাতে কী? অলিম্পিক্সের পর ফের একবার সোনা জিয়ে দেশের নাম উজ্জ্বল করলেন নীরজ। তাঁর এই পারফরম্যান্স দেখার জন্য গোটা দেশ যেমন তাকিয়ে ছিল, ঠিক তেমনই তাঁর গ্রামও তাকিয়ে ছিল।

নীরজের এই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে তাঁর আত্মীয় স্বজনরা এসেছেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে একে অপরজে জড়িয়ে ধরেন এবং লাড্ডু খাওয়ানো হয়। অসময়ের দীপাবলি নেমে আসে নীরজের গ্রামে। ছেলের এই সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েন সতিশ চোপড়া। তিনি নীরজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নীরজ আবারও লক্ষ লক্ষ হৃদয় জয় করেছে এবং ওর কৃতিত্বকে নীরজের মুকুটে আরও একটি পালক জুড়ল।’ নীরজের কাকা ভীম চোপড়া বলেন, ‘এটা ১৪০ কোটি ভারতীয়দের আশীর্বাদ এবং নীরজের কঠোর পরিশ্রমের ফল।’

সোনাজয়ী নীরজকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইটারে লিখেছেন, ‘প্রতিভাবান নীরজ চোপড়া সব সময় শ্রেষ্ঠত্বের উদাহরণ দেয়। তাঁর এই অবদান, নির্ভুলতা এবং আবেগ ওকে শুধু অ্যাথলেটিক্সে একজন চ্যাম্পিয়ন করে না বরং সমগ্র ক্রীড়া জগতে অতুলনীয় শ্রেষ্ঠত্বের প্রতীক করে তোলে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য তাকে অভিনন্দন।’

প্রধানমন্ত্রীর পাশাপাশি শুভেচ্ছা জানান হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাতার। টুইট করে তিনি লিখেছেন, ‘ভারতের উজ্জ্বল তারকা নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানাই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথম ভারতীয় অ্যাথলিট হয়ে ইতিহাস তৈরি করেছে। – ৮৮.১৭ মিটারের একটি দর্শনীয় জ্যাভলিন থ্রো করে রেকর্ড করেছো! আমরা সবাই তোমার জন্য অত্যন্ত গর্বিত!’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*