World Athletics Championship: সোনা জিতে কি কোটিপতি হলেন নীরজ? কত টাকা পেলেন পাকিস্তানের সাধারণ ঘরের ছেলে আরশাদ


প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন নীরজ চোপড়া। ইতিহাস তৈরি করেছেন ভারতের এই সোনার ছেলে। সেই সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। নীরজকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই শুভেচ্ছা জানিয়েছেন। গোটা দেশ মুখরিত তাঁর এই সোনা জয়ে।

৮৮.১৭ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নীরজ। যদিও তাঁর শুরুটা একেবারেই ভালো হয়নি। ফাইনালের প্রথম রাউন্ডে ফাউল করে বসেন নীরজ। কিন্তু পরে কামব্যাক করেন তিনি। পাকিস্তানের আরশাদ নাদিমকে হারিয়ে সোনা জেতেন নীরজ। স্বাভাবিক ভাবেই গোটা দেশ আনন্দে মুখরিত হয়ে উঠেছে। এমনকী নীরজের পানিপথের গ্রামেও অসময়ের দিওয়ালি শুরু হয়ে যায়।

মাঝ রাতেও গোটা দেশ তাকিয়ে থাকে টেলিভিশের পর্দায়। সময় যত গড়ায় টানটান উত্তেজনা দেখা দিতে থাকে। যদিও নীরজের কাছে পাত্তা পায়নি কেউই। সোনা জিতেছেন এবং সেই সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছেন। স্বাভাবিক ভাবেই এ এক অন্য মুহূর্ত। দেশের হয়ে প্রথম কোনও অ্যাথলিট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।

সোনা জয়ের পর নীরজ যে আর্থিক পুরস্কার পেলেন, তা জানতে পারলে চোখ কপালে উঠবে আপনার। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর পুরস্কার হিসাবে ৭০ হাজার মার্কিন ডলার অর্থিক পুরস্কার পান নীরজ। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ টাক মতো। পাশাপাশি রুপো জয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম পেয়েছেন ৩৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় নাদিম পেয়েছেন প্রায় ২৯ লক্ষ টাকার কাছাকাছি।

যদিও এই ম্যাচের পর এক বিশেষ মুহূর্তে সাক্ষী থাকে গোটা বিশ্ব। পাকিস্তানের থ্রোয়ার আরশাদকে নিজের কাছে ডেকে নেন নীরজ। ভারতীয় পতাকাকে সঙ্গে নীরজের সঙ্গে ফটো তোলেন আরশাদ। যা ইতিমধ্য়েই প্রশংসা পেয়েছে গোটা মহলে। সোনা জয়ের পর নীরজ বলেন, ‘ভারতবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার জন্য রাত জেগে সবাই সমর্থন করেছে। অনেক অনেক ধন্যবাদ। এই পদক গোটা দেশের জন্য়। অলিম্পিক্স চ্য়াম্পিয়ন হওয়ার পর, এখন বিশ্বচ্যাম্পিয়ন হলাম। আমি নিজেও খুব খুশি। বিশ্বে আমাদের খ্যাতি অর্জন করতে হবে।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*