WBBL-য়ে ভারতীয় হিসেবে নির্বাচিত হলেন হরমনপ্রীত, জায়গা পেলেন না দীপ্তি, জেমিমা


শুভব্রত মুখার্জি: ডব্লুবিবিএলের আগামী মরশুমের বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তৈরির সময়েই নাম প্রত্যাহার করেছিলেন স্মৃতি মন্ধনা। ভারতের সহ অধিনায়ক মন্ধনা নাম প্রত্যাহার করার পরে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের উপরেই আশা ছিল। যে ভারত থেকে আসন্ন ডব্লুবিবিএল অর্থাৎ মহিলা বিগ ব্যাশ লিগ খেলার জন্য নির্বাচিত হবেন তিনি। বাস্তবে ঘটলও তাই। আসন্ন ডব্লুবিবিএলে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট থেকে একমাত্র ভারতীয় হিসেবে খেলার জন্য সুযোগ পেলেন হরমনপ্রীত কৌর। মোট ১৮ জন ভারতীয় ক্রিকেটার এই ড্রাফটে ছিলেন। তবে ভাগ্য শিঁকে ছিঁড়েছে একমাত্র হরমনের।

যশতিকা ভাটিয়া, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মারাও ছিলেন এই প্লেয়ার্স ড্রাফটে। তবে তাদেরকে খেলার জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি বেছে নেয়নি। ফলে কোনও দল পাননি তাঁরা। যদিও এই তিন ক্রিকেটার প্রথম যে ডব্লুবিবিএল হয়েছিল সেখানে তারা খেলার সুযোগ পেয়েছিলেন। রবিবারেই হরমনপ্রীত কৌরের গত মরশুমের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস তাঁকে রিটেন করার কথা জানিয়েছে। প্ল্যাটিনাম ক্যাটেগরিতে রাখা হয়েছিল হরমনপ্রীত কৌরকে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথুজকেও এর পাশাপাশি রিটেন করেছে মেলবোর্ন।

ডব্লুবিবিএলে হরমনপ্রীতের পারফরম্যান্স যথেষ্ট ভালো। ২০২১-২২ মরশুমে মেলবোর্ন রেনেগেডস দলের হয়ে দুর্দান্ত খেলেছিলেন হরমনপ্রীত। সেবার ১২ টি ইনিংস খেলে করেছিলেন ৪০৬ রান। গড় ৫৮ রান প্রতি ইনিংস। স্ট্রাইক রেট ১৩০.৯৬। করেছিলেন তিনটি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ৮১। বল হাতে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তাঁর। নিয়েছিলেন ১৫ টি উইকেট। ইকোনমি রেট ছিল ৭.৪৫। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ২২ রানে তিন উইকেট।

উল্লেখ্য ২০১৬-১৭ সালেই ডব্লুবিবিএলে অভিষেক হয়েছিল হরমনপ্রীতের। সেবার সিডনি থান্ডার্সের হয়ে খেলেছিলেন তিনি। ডব্লুবিবিএলের বিদেশি ক্রিকেটারদের তালিকায় ছিলেন ভারতের হারলিন ডিওল, হার্লি গালা, আমানজোত কৌর, রিচা ঘোষ,মন্নত কাশ্যপ, ভেদা কৃষ্ণমূর্তি, শিখা পান্ডে, শ্রেয়াঙ্কা পাতিল, স্নেহ রানা, মেঘানা সাব্বিনেন্নি, মেঘা সিং, রেনুকা ঠাকুর,পূজা ভস্ত্রাকার এবং রাধা যাদব।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*