১৩ বছর পর ফের যুক্তরাষ্ট্র ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালে উঠলেন। যিনি নিজের দীর্ঘ কেরিয়ারের যুক্তরাষ্ট্র ওপেনের পুরুষদের ডাবলসে প্রথম খেতাব জয়ের জন্য ঝাঁপাবেন।
08 Sep 2023, 08:56:15 PM IST
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
ডাবলসে প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেন জয়ের সুযোগ তৈরি হয়েছে বোপান্নার সামনে। যিনি ২০১০ সালে পাকিস্তানি পার্টনার আইসাম-উল-হক কুরেশির সঙ্গে ফ্লাশিং মেডোয় ফাইনালে খেলেছিলেন। তবে সেই বছর হাতে ট্রফি তুলতে পারেননি বোপান্নারা। ফাইনালে ব্রায়ান ভাইদের কাছে হেরে গিয়েছিলেন। ১৩ বছর পরে সেই ধারা পালটাতে মরিয়া থাকবেন ভারতীয় তারকা। বোপান্নাদের সামনে এবার রাজীব রাম ও জো সালিসবারি জুটি।
Leave a Reply