
নিজের চূড়ান্ত খারাপ দিনেও যে জিততে পারেন, আবারও সেই প্রমাণ দিলেন নোভাক জকোভিচ। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে স্বদেশীয় লাসলো জেরের বিরুদ্ধে প্রথম দুই সেটে হেরে গিয়েও দুর্ধর্ষ প্রত্যাবর্তন করেন সার্বিয়ান তারকা। ৪-৬, ৪-৬, ৬-১, ৬-১. ৬-৩ ব্যবধানে জিতে নিজের পতন রুখে দেন। সেটা না হলে ২০০৬ সালের পর ফ্লাশিং মেডো থেকে সবচেয়ে তাড়াতাড়ি ছিটকে যেতেন বিশ্বের দু’নম্বর তারকা।
জকোভিচ বলেন, ‘বাকি খেলোয়াড়দের একটি বার্তা গেল যে আমি এখনও পাঁচ সেটের ম্যাচ খেলতে পারি। গভীর রাতে গিয়েও খেলতে পারি। দুই সেট হেরে পিছিয়ে পড়ার পরও ম্যাচ জিতলে ভবিষ্যতের প্রতিপক্ষের কাছে একটা বার্তা যায়।’ সেইসঙ্গে সার্বিয়ান তারকা বলেন, ‘তবে সত্যি কথা বলতে আমি এরকম জায়গায় থাকতে চাইনি। আমি স্ট্রেট সেটে জয় পছন্দ করি। তাই আশা করছি যে আগামী ম্যাচে আমি ছন্দে ফিরে আসব।’
(বিস্তারিত পরে আসছে)
Leave a Reply