US Open: ফেডেরারের রেকর্ড ভেঙে সেমিতে জোকার, আশার আলো দেখিয়ে শেষ চারে বোপান্নাও


একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন নোভক জোকোভিচ। তিনি এবার রজার ফেডেরারের আরও একটি রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে ফেললেন জোকার। মঙ্গলবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নবম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে নতুন নজির গড়ে ফেললেন।

এই নিয়ে ৪৭ বার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন তিনি। এর আগে ৪৬ বার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে উঠেছিলেন ফেডেরার। এদিন ফেডেক্সকে টপকে নয়া নজির গড়লেন জোকোভিচ। গত বারের উইম্বলডনেই নোভক স্পর্শ করেছিলেন ফেডেরারের ৪৬ বার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে ওঠার নজির। পাশাপাশি, ইউএস ওপেনে ১৩ বার কোয়ার্টার ফাইনাল খেলে প্রতি বারই জয় পেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।

এর আগে মোট ৩বার খেতাব জিতেছেন। ইউএস ওপেনের ফাইনালে উঠলে এক ক্যালেন্ডার ইয়ারে চারটে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার রেকর্ড করবেন। ক্যারিয়ারে অবশ্য এই নজির নতুন নয়। এর আগেও দু’বার এমনটা করেছেন।

মঙ্গলবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নবম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজকে ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪, ৬-৪-এ হারিয়ে প্রত্যামতোই ইউএস ওপেনের শেষ চাপে ওঠেন জোকোভিচ। ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব পেতে হলে আর দু’টি ম্যাচ জিততে হবে জোকারকে। যে ফর্মে আছেন, তাতে ফাইনালে তো বটেই, ইউএস ওপেন খেতাবও জিতে যেতে পারেন সার্বিয়ান তারকা।

ওপেন এরায় ছেলে-মেয়ে নির্বিশেষে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের। মোট ২৪বার জিতেছেন খেতাব। তার পরই রয়েছেন সেরেনা উইলিয়ামস। তাঁর ২৩টা খেতাব। জোকারেরও তাই। ইউএস ওপেনে জিততে পারলে মার্গারেটকে ছুঁয়ে ফেলবেন জকোভিচ।

শেষ চারে পা দেওয়ার পর জোকার বলেছেন, ‘এই বয়সে আমি যত বার কোর্টে নামি, তত বারই আমি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। জানি না, আর কত বার আমি সুযোগ পাব। যত বার পাব, উপভোগ করব, সেরাটা দেব। আর্থার অ্যাশ এরিনায় অনেক বার খেলেছি। বেশ কিছু স্মরণীয় ম্যাচও আছে। আরও দু’টি ম্যাচ এখানে খেলার জন্য মুখিয়ে আছি।’

এদিকে ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন রোহন বোপান্নাও। ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ের পর ম্যাট এবডেন এবং বোপান্না জুটি ৭-৬, ৬-১-এ হারিয়েছেন নাথানিয়েল ল্যামন্স এবং জ্যাকসন উইথরো জুটিকে। গত উইম্বলডনেও সেমিফাইনালে উঠেছিলেন বোপান্না।

রোহনের বয়স ৪৩, ম্যাথেউয়ের ৩৫। এই ইন্দো-অজি জুটি চলতি মরসুমে দোহা ও ইন্ডিয়ান ওয়েলসে জিতেছেন। উইম্বলডনে খেতার জয়ের প্রায় কাছে পৌঁছেছিলেন। কিন্তু পারেননি। এ ছাড়া রটারডাম ও মাদ্রিদে ফাইনালে উঠেছিলেন। এর আগে ২০১০ সালে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্না। কিন্তু ১৩ বছর আগে খেতাব জিততে পারেননি। তাই যদি এ বার জেতেন, তা হলে রেকর্ড তৈরি করবেন বোপান্না। আগামিকাল রোহন ও ম্যাথেউ ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে নামবেন ফরাসি জুটি নিকোলাস মাহুত ও পিয়ের-হিউজ হারবার্টের বিরুদ্ধে।

এদিকে মেয়েদের সিঙ্গলসে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পর ২০ বছরের কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিতে উঠেছেন কোকো গফ। লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-০, ৬-২-এ উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট কাটেন যুক্তরাষ্ট্রের ১৯ বছরের খেলোয়াড়।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*