UEFA Player of the Year: উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্লিং হালান্ড ও আইতানা বোনমাতি


প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্লিং ব্রট হালান্ড। মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে হালান্ডের হাতে পুরস্কার তুলে দেয় উয়েফা। ‘গোলমেশিন’ উপাধি পাওয়া নরওয়ের এই তরুণ স্ট্রাইকার দু দিন আগে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কারও নিজের নামে করেছেন। ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়ে বেশ কয়েকটি পুরস্কার জিতলেন হালান্ড। জার্মান ক্লাব ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন ইউরোতে হালান্ডকে দলে এনেছিল ম্যান সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মরশুমে তিনি করে ফেলেছেন ৫২টি গোল।

দলকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ‘ট্রেবল’ শিরোপা জিতিয়েছেন। প্রিমিয়ার লিগে হাল্যান্ডের শুরুটা দুর্দান্ত হয়েছিল। একের পর এক গোল করে লিগের দুই লিজেন্ড অ্যালান শেয়ারের এবং আন্দ্রে কোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। ৩৬ গোল করে দলকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন। আরও একটি দারুণ রেকর্ড গড়েছেন হালান্ড। সবমিলিয়ে ৫২টি গোল করা প্রথম প্রিমিয়ার লিগ ফুটবলার হয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।

অবশেষে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন আর্লিং ব্রট হালান্ড। উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্লিং হালান্ড। ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে রেকর্ড সংখ্যক গোল করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। এই পুরস্কার পাওয়ার পর হালান্ড বলেন, ‘এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মরসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনও ভাবিনি।’ ৫৩টি ম্যাচ খেলে মোট ৫২টি গোল করেছেন হালান্ড। এক মরশুমে যা ইংলিশ প্রিমিয়ার লিগে যে কোনও ফুটবলারের করা সর্বাধিক গোল।

২৫ বছরের স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি, গত মরশুমে বার্সেলোনার হয়ে উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে স্পেনের বিশ্বকাপ জয়ে তাঁর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাঁকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল। তিনি তার স্পেনের সতীর্থ ওলগা কারমোনা, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে বিজয়ী গোলদাতা এবং চেলসি ও অস্ট্রেলিয়ার স্ট্রাইকার স্যাম কেরকে পিছনে ফেলে উয়েফা পুরস্কার জেতেন। পুরস্কার জিতে আইতানা বোনমাতি বলেন, ‘এটি এমন একটি মরশুম ছিল যা আমি কখনই ভুলব না।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*