T20 World Cup 2021 England squad

 

IPL 2021 পরেই শুরু হতে চলেছে  T20 World Cup যেখানে ফ্যানরা মোট চার বছর অপেক্ষা করেছিল । তার কারণ করুনা ভাইরাসের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ টি হয়নি 2020 শেষ পর্যন্ত এই বছরের অক্টোবর মাসে আবারও হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই সমস্ত দল ঘোষণা হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কে কোন দল খেলবে। তো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। এবং এরকম ধরনের খবর পেতে অবশ্যই আমাদের কে ফলো করুন এখনই। যেখানে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল 2016 সালে এবং তখন চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ভারত হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনাল ম্যাচ আপনাদের যদি মনে থাকে রাসেল ও মরণ স্যামুয়েলসের দুর্দান্ত ইনিংসে ভারতকে হাতে হয়েছিল সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এবার আমরা দেখান এবং England টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 এর জন্য স্কোয়াড। 

  • T20 World Cup 2021  England full squad- Eion Morgan (Captain), moeen Ali, Jonny bairstow ,Sam billings, Jos buttler ,Sam curran ,Chris Jordan ,Liam livingstone, Dawid Malan, Tymal Mills, Adil Rashid, Jason Roy ,David Willey , MARK WOOD, CHRIS WOAKES

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*