
Asia cup 2022: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এশিয়া কাপ 2022 প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আজ আপনাদেরকে জানাবো এই ম্যাচে কে জিতবে ফুল ম্যাচ প্রিভিউ. Sri Lanka vs Afghanistan এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় অনুসারে রাত 8টা থেকে এবং ভারতীয় সময় অনুসারে রাত 7:30 থেকে. এবার আসা যাক যে এই ম্যাচে কে জিতবে আমি তো মনে করছি যে এই ম্যাচে জেতার সম্ভাবনা বেশি সেটি শ্রীলংকার. কারনটা বলে দেয় শ্রীলংকা কিন্তু শেষবার যখন সংযুক্ত আরব আমিরশাহী তে বিশ্বকাপ হয়েছিল তখন তাদের পারফরম্যান্স খুব ভালো ছিল এবং তারা বাংলাদেশের মতো দলকে হারিয়েছিল তো আমার তো মনে হচ্ছে এখানে আফগানিস্তানের থেকে শ্রীলঙ্কা ভালো খেলবে এবং তারা জিতবে. কিন্তু সব কিছু সময় বলে দেবে আপনাদের মতামত কি বলে অবশ্য নিচে কমেন্টে জানান কে জিততে পারে এশিয়া কাপ 2022 এর প্রথম ম্যাচ.
এশিয়া কাপ 2022 শুরু হচ্ছে 27 আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহী তে যেখানে ফাইনাল ম্যাচ খেলে হবে 11 ই সেপ্টেম্বর. যেখানে এশিয়া কাপ 2022 ম্যাচ ফাইনাল ম্যাচ খেলা হবে আরব আমিরশাহির দুবাই স্টেডিয়ামে. বন্ধুরা এ বছর আপনি এশিয়া কাপ 2022 এ কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই নিচে কমেন্টে জানান. এবছর এশিয়া কাপে মোট ছয়টি দল খেলছে-ভারত ,শ্রীলংকা ,পাকিস্তান , বাংলাদেশ , আফগানিস্তান ,হংকং. এশিয়া কাপ এবার আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে হবে- আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ক্রিকেট স্টেডিয়াম যেখানে শেষ বছরের মতো এশিয়া কাপ 2018 সালে এবং তখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়. কিন্তু এ বছরে কোন দলটি চ্যাম্পিয়ন হবে অবশ্য নিজে কমেন্টে জানান আপনাদের মতামত দেখি কতটা ঠিক হয়. এশিয়া কাপের সব খুঁটিনাটি আপডেট পেতে হলে আমাদের কে ফলো রাখতে হবে সব সময় আপনাদের কে সব খবর দিয়ে দেবো বাংলায়.
Leave a Reply