
IPL 2021 ইতিমধ্যে সমস্ত দলগুলির সংযুক্ত আরব আমিরশাহী তে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা নিজেদের মধ্য প্রস্তুতি ম্যাচ খেলছে। সেখানে আপনাদেরকে জানাই আর কয়েক দিনের মধ্যেই আরসিবি প্রথম ম্যাচ খেলতে নামছে। যেখানে কুড়ি সেপ্টেম্বরে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে।তার আগে অবশ্যই তারা এখন প্র্যাকটিস ম্যাচ খেলছে যাতে ওই ম্যাচটা কিভাবে জেতা যায়।
যেখানে আরসিবির প্র্যাকটিস ম্যাচ এই ঝড় তুললো এবিডিবিলিয়াস এবং সেঞ্চুরি করে দেখালেন তিনি আইপিএলের আগে কতটা প্রস্তুত। যেখানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দেবদূত পাডীকাল প্রথম একাদশ বনাম হার্সাল প্যাটেল প্রথম একাদশে প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল। সেখানে ভাসাল প্যাটেল প্রথম একাদশে প্রথম ব্যাট করতে নেমে 212 রান করেন যেখানে এবি ডি ভিলিয়ার্সের 104 রান 46 বলে । অন্যদিকে দেবদূত পাডীকাল প্রথম একাদশ দ্বিতীয় ব্যাট করতে নেমে এইগানটি সহজেই তুলে দিল যেখানে 216 রান করেন সেখানে দেবদূত পাডীকাল 36 রান করেছেন অন্যদিকে শিকার ভারত 95 রান করেছেন 47 বলে।
কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এবি ডি ভিলিয়ার্সের ফর্মে আছে অত্যান্ত জরুরী ছিল আইপিএলের আগেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের । তো এটা এখন বিরাটের ফ্যানদের জন্য অবশ্যই সুখবর তার সাথে আরসিবি ফ্যানদের জন্য আরও বড় সুখবর। এবিডিবিলিয়াস অবশ্য আইপিএলের জন্য তৈরি আপনার কি আইপিএল এর জন্য তৈরি তো অবশ্যই আমাদের কে ফলো রাখুন।
Leave a Reply