
Bangalore vs Mumbai Indians এই ম্যাচে অবশ্যই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুর্দান্ত জয় যেখানে আরসিবির ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। যেখানে আপনাদেরকে জানাই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ব্যাট করতে নেমে 165 রান করে ছয় উইকেট হারিয়ে। অন্যদিকে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল 56 রান করেন সেই 37 বলে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 111 রানে অলআউট হয়ে যায় যেখানে দুর্দান্ত hat-trick করেন হারসাল প্যাটেল এবং যুবেন্দ্র চাহাল তিনটি উইকেট নেন।
এবং আপাতত দশটি ম্যাচ খেলে 12 পয়েন্ট হয়েছে এবং পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি জিতবে কলকাতা না এটা আপাতত চতুর্থ স্থানে রয়েছে দশটি ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে। শুধুমাত্র রান রেট 0.32 থাকার কারণে আপাতত চতুর্থ স্থানে আছে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স আপতত সপ্তম স্থানে চলে গেছে এই ম্যাচটি হেরে। তো কলকাতা র ফ্যানরা অবশ্যই আপনারা এখন সেমিফাইনাল খেলার জন্য পয়েন্ট টেবিলে আছে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।
Leave a Reply