
Messi PSG আবারো 15 জুলাই মাঠে নামছে মেসি যেখানে আপনাদেরকে জানাই দেশের খেলা পর এবার কিন্তু অবশ্যই বিশ্বকাপের আগে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের লিগ. যেখানে এবছরের মেসি কিন্তু তার পুরনো ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলবে. লিগ ওয়ান শুরু হবে আগস্ট মাস থেকে কিন্তু তার আগে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ চলবে সেখানে PSG পরবর্তী ম্যাচ অর্থাৎ এই সিজনের প্রথম ম্যাচে কিন্তু খেলতে নামছে 15 জুলাই. যেখানে PSG VS Quevilly – Rouen এই ম্যাচটি কিন্তু এবারে ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে শুরু করতে চলেছে এবছরের সিজেন মেসির দল.
পিএসজি বনাম কইভিলার রুবেল এই ম্যাচটি হতে চলেছে আগামী 15 জুলাই যেখানে বাংলাদেশের সময় অনুসারে রাত 9 থেকে এবং ভারতীয় সময় অনুসারে রাত 8:30. কিন্তু এই ম্যাচটি আপনাদেরকে বলে দেই যে কোনোভাবে ভারত এবং বাংলাদেশের টিভিতে আপনারা লাইভ দেখতে পাবেন না.
Leave a Reply