Mohun Bagan vs Punjab FC Live: আজ জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে পারবে মোহনবাগান?


আজ পঞ্জাবের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু মোহনবাগানের। ছবি- টুইটার।

লাইভ আপডেটস

Mohun Bagan vs Punjab FC Live Score And Updates: প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট-এর বিরুদ্ধে লড়াইয়ে পঞ্জাব এফসি।

মরশুমের শুরুতেই ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে মোহনবাগান। এএফসি কাপেও রয়েছে ভালো জায়গায়। ঘরোয়া কলকতা লিগের সুপার সিক্সে উঠতে বিশেষ অসুবিধা হয়নি সবুজ-মেরুন শিবিরের। এই অবস্থায় শনিবার ইন্ডিয়ান সুপার লিগে যাত্রা শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শুরুতেই গতবারের চ্যাম্পিয়নদের মুখে পঞ্জাব এফসি। প্রস্তুতিতে কোনও খামতি নেই। শক্তিশালী স্কোয়াডও হাতে রয়েছে মোহনবাগানের। এখন দেখার যে, জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে পারে কিনা টুর্নামেন্টের সব থেকে সফল দল।

23 Sep 2023, 07:08:32 PM IST

Mohun Bagan vs Punjab FC Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

শনিবার ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে লড়াই মোহনবাগানের। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে আইএসএলের এই ম্যাচটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়াইয়ের স্কোর-সহ প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পাবেন এই ব্লগে। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত।

বন্ধ করুন



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*