Mohun Bagan vs BFC Live Streaming: সুনীল-হীন বেঙ্গালুরুকে সমীহ মোহনবাগানের, কখন ও কোথায় ফ্রি’তে ISL-র ম্যাচ দেখবেন?


আজ আইএসএলে বেঙ্গালুুরু এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। গতবারের দুই ফাইনালিস্ট দলের এবার আইএসএলের শুরুটা একেবারে আলাদা হয়েছে। প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে দক্ষিণ ভারতের ডার্বিতে হেরে গিয়েছে বেঙ্গালুরু। সেই পরিস্থিতিতে মোহনবাগান যেমন নিজেদের জয়ের ছন্দ ধরে রাখতে এবং এএফসি কাপে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে নামার আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে মরিয়া, তেমনই দশম আইএসএলে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিতে উদগ্রীব সুনীল ছেত্রীর দল। তবে এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করায় আজ খেলবেন না ‘ক্যাপ্টেন’।

সুনীল না থাকলেও বেঙ্গালুুরুকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। স্প্যানিশ কোচের বক্তব্য, ছোট একটি ভুলের জন্য প্রথম ম্যাচে হেরে গিয়েছিল বেঙ্গালুরু। সেজন্য বেঙ্গালুরুকে মোটেও খারাপ দল বলা যাবে না। তাই মোহনবাগানকে সতর্কভাবে খেলতে হবে, যাতে পরপর দু’বার মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়তে পারেন।

আরও পড়ুন: ISL 2023-24 Points Table: শুরুতেই শীর্ষে মোহনবাগান, কত নম্বরে ইস্টবেঙ্গল? দেখুন ISL-র পুরো পয়েন্ট তালিকা

আর মোহনবাগানের কোচের সেই কথার মধ্যেই যেন আত্মবিশ্বাস খুঁজছেন বেঙ্গালুরুর কোচ সিমন গ্রেন। তিনি জানান, এবারের আইএসএলে সবথেকে শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। তবে বেঙ্গালুরুর খেলোয়াড়রা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেন, তাহলে তিন পয়েন্ট নিয়েই কলকাতা ছাড়তে পারবেন তাঁরা। দলের প্রাক-মরশুমের প্রস্তুতিও ভালো হয়েছে। দলে একাধিক ভালো খেলোয়াড়ও আছেন।

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ কোথায় হবে?

বুধবার (২৭ সেপ্টেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ফেরান্দোর মোহনবাগান সুপার জায়ান্ট।

আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ কখন শুরু হবে?

বুধবার রাত ৮ টা থেকে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ শুরু হবে। অর্থাৎ রাত ৮টায় কিক-অফ টাইম। এবার আইএসএলে মোহনবাগান যখন প্রথম ম্যাচে খেলতে নেমেছিল, তখন নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ম্যাচ শুরু হয়েছিল। এবার সেরকম কোনও সম্ভাবনা নেই (আপাতত)।

টিভিতে কোথায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ সরাসরি দেখা যাবে?

ভায়োকম১৮ নেটওয়ার্কের একাধিক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ। যে তালিকায় আছে – স্পোর্টস ১৮ ১ এসডি (Sports18 1 SD), স্পোর্টস ১৮ ১ এইচডি (Sports18 1 HD), ভিএইচ১ এসডি (VH1 SD), ভিএইচ১ এইচডি (VH1 HD), কালার্স বাংলা সিনেমা, স্পোর্টস১৮ খেল (হিন্দি) এবং সূর্য মুভিজ (মালায়ালম)। তাছাড়া ডিডি বাংলায় সরাসরি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ দেখা যাবে।

কোথায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে?

জিয়ো সিনেমায় (JioCinema) বিনামূল্যে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অর্থাৎ কোনও টাকা লাগবে না। শুধুমাত্র নিজের স্মার্টফোনে জিয়ো সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। তাহলেই আইএসএলে গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।

আরও পড়ুন: AFC Cup 2023-24 Points Table: ওড়িশাকে উড়িয়ে AFC কাপের গ্রুপ শীর্ষে মোহনবাগান, হেরেও ‘লাস্ট বয়’ নয় বসুন্ধরাSource link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*