
আশিক কুরিয়ানের চোট কতটা গুরুতর, তা নিয়ে স্পষ্ট কোনও ধারণা নেই। এমনই জানালেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। বুধবার ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) বিশেষ প্রশ্নোত্তর-পর্বে মোহনবাগান কোচ জানান, কুরিয়ানের চোট কতটা গুরুতর, সে বিষয়ে তাঁর কাছে এখনও কোনও খবর নেই। বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হবে। তারপর কুরিয়ানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোহনবাগানের কোচ। সেইসঙ্গে এশিয়ান গেমসের জন্য লিস্টন কোলাসোকে ছাড়া হবে কিনা, তা নিয়েও কিছুটা ধোঁয়াশা বজায় রেখেছেন। তিনি দাবি করেছেন যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ। তবে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যে চোটের জন্য কুরিয়ান ছিটকে গেলে লিস্টনকে এশিয়ান গেমসের জন্য ছাড়ার কোনও প্রশ্নই উঠেছে না। যে এশিয়ান গেমসের খেলা ফিফার উইন্ডোর মধ্যে পড়ছে না।
বুধবার প্রশ্নোত্তর-পর্বে মোহনবাগানের কোচ বলেন, ‘এই মুহূর্তে আমি আশিকের চোটের বিষয়ে জানি না। চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। তারপর বোঝা যাবে যে (আশিকের) ঠিক কী হয়েছে। সেইমতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার দলের প্রত্যেক খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে আমার দলের এক খেলোয়াড়েক চোট পাওয়ার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। আমি অত্যন্ত হতাশ। তবে এটা খেলার অঙ্গ। খেলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দল। ওঁর বিকল্প খোঁজার চেষ্টা করব। আমরা জানি না যে ওর সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে।’
আরও পড়ুন: ISL 2023-24 Schedule: ২৮ অক্টোবর ফের মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল! প্রকাশিত দশম ISL-এর ক্রীড়াসূচি
উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে কিংস কাপে ইরাকের বিরুদ্ধে খেলার সময় কুরিয়ান চোট পান। কিন্তু তা নিয়ে জাতীয় দলের হেলদোল ছিল না বলে অভিযোগ ওঠে। একাধিক রিপোর্টে জানানো হয়, মোহনবাগানের অন্দরমহলের তরফে দাবি করা হয়েছে যে কুরিয়ানের চোট কতটা গুরুতর, সেটা নির্ধারণের জন্য ন্যূনতম এমআরআই বা স্ক্যানও করা হয়নি। পুরো বিষয়টাই ক্লাবের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অথচ তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
যদিও বুধবার বিষয়টি কিছুটা এড়িয়ে যান মোহনবাগানের কোচ। তিনি বলেন, ‘ওর (আশিক) কী অবস্থা, সেটা এই মুহূর্তে বলা কঠিন। কারণ আমরা জানি না যে ওর ঠিক কী হয়েছে।’ সেইসঙ্গে তিনি জানান, আপাতত তাঁদের কাছে পর্যাপ্ত নেই। কুরিয়ানের চোটের বিষয়ে তাঁরা কিছু জানেন না। মোহনবাগানের তত্ত্বাবধানে চিকিৎসকরা স্ক্যান করবেন। পরীক্ষা করে দেখবেন তাঁরা। তারপরই কুরিয়ানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আর লিস্টনের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মোহনবাগানের কোচ। তাঁর কথায়, ‘দলে কোন কোন খেলোয়াড় আছে, সেটা বিবেচনা করে (এশিয়ান গেমসের জন্য) খেলোয়াড়দের ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a Reply