
লাইভ আপডেটস
Updated: 27 Aug 2023, 04:31 PM IST
Mohun Bagan vs Mumbai City FC, Durand Cup 3rd Quarterfinal: মুম্বইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোহনবাগানের জয় অধরা। আজ কি বাগান পারবে পাশা বদলাতে? ম্যাচের হাল জানতে, চোখ রাখুন লাইভ আপডেটে।
গত আইএসএলের শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি এবং কাপজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট রবিবার ফের একবার মুখোমুখি হতে চলেছে। এই নিয়ে অষ্টম বার। মোহনবাগানের কাছে বরাবরই শক্ত গাঁট মুম্বই সিটি এফসি। তাদের কাছে হয় হারতে হয়েছে, নয়তো ড্র হয়েছে ম্যাচ। আগের সাত-বারের সাক্ষাতে মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এই শক্ত গাঁট পেরোতে না পারলে শেষ চারে ওঠা যাবে না। তাই সেমিতে পৌঁছতে হলে ইতিহাস বদলাতে হবে বাগানকে।
২০২৩ ডুরান্ডে এখনও অপরাজিত মুম্বউ
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে শীর্ষ স্থান ধরে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে মুম্বই সিটি এফসি। এ বারের ডুরান্ড কাপে একশো শতাংশ জয়ের রেকর্ড আপাতত রয়েছে মুম্বইয়ের দখলে।
ডুরান্ডে যে পথে কোয়ার্টারে মোহনবাগান
দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে থেকে সুযোগ পেয়ে নকআউটে উঠেছে মোহনবাগান। তার মধ্যেও দ্বিতীয় হয়েছিল তারা। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়। নকআউটে ওঠা নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। মহমেডান স্পোর্টিংয়ের তুলনায় গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সামনে শক্ত গাঁট মুম্বই সিটি এফসি।
Leave a Reply