
লাইভ আপডেটস
Updated: 27 Sep 2023, 06:57 PM IST
Mohun Bagan Super Giant vs Bengaluru FC Live Score: আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের লাইভ স্কোর, আপটেড দেখুন এখানে।
Mohun Bagan Super Giant vs Bengaluru FC Live Score: এএফসি কাপ, আইএসএল, আইএসএল- ন’দিনের মধ্যে তৃতীয়বার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ সুনীল ছেত্রী বিহীন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই জুয়ান ফেরান্দোর ছেলেদের। জয় দিয়ে আইএসএল শুরু করার পর আজও ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, কেরলে প্রথম ম্যাচে হারের পর মোহনবাগানের বিরুদ্ধে খাতা খুলতে চাইছে বেঙ্গালুরু এফসিও। আইএসএলে সেই মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের লাইভ স্কোর ও টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
MBSG vs BFC LIVE: ISL-এ ৭ ম্যাচ অপরাজিত মোহনবাগান, ঘরের মাঠে অপরাজিত ৪ ম্যাচে
আইএসএলে টানা সাতটি ম্যাচে অপরাজিত আছে মোহনবগান সুপার জায়ান্ট। শেষ চারটি হোম ম্যাচেও অপরাজিত আছে মোহনবাগান। এবার আইএসএলের প্রথম ম্যাচও ঘরের মাঠে খেলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে দেয়।
MBSG vs BFC LIVE: সুনীল ছাড়াই বেঙ্গালুরু, হারিয়ে দুইয়ে দুই করবে মোহনবাগান?
এএফসি কাপ, আইএসএল, আইএসএল- ন’দিনের মধ্যে তৃতীয়বার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ সুনীল ছেত্রী বিহীন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই জুয়ান ফেরান্দোর ছেলেদের। জয় দিয়ে আইএসএল শুরু করার পর আজও ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, কেরলে প্রথম ম্যাচে হারের পর মোহনবাগানের বিরুদ্ধে খাতা খুলতে চাইছে বেঙ্গালুরু এফসিও।
Leave a Reply