
IPL 2021 কলকাতা নাইট রাইস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুর্দান্ত বোলিং করল কলকাতা বলার। যেখানে এবি ডি ভিলিয়ার্সের আউটে অন্যতম সেরা আউট বলা যেতে পারে। যেখানে আন্দ্রে রাসেলের দুর্দান্ত বল তিনটি উইকেট নিয়েছেন । বিরাট কোহলির দল মাত্র 92 রানে অলআউট হয়ে গেছে সেখানে বরণ চক্রবর্তী ও দুর্দান্ত বল করেছিল ।
বরুণ চক্রবর্তী 13 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে বল করে একটি উইকেট নিয়েছেন 24 রান দিয়ে। অন্যদিকে লকি ফার্গুসন দুপ্লিকেট পেয়েছে এবং আন্ডার রাসেল তিনটি উইকেট পেয়েছে। যেখানে সুনীল নারিন একটা উইকেট না পেলেও কুড়ি রান দিয়েছে 4 ওভারে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরে এসেছে আবারও এটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে । আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যে কলকাতা আবারও কি ফিরতে পারে তাদের সেই পুরনো ছন্দে চ্যাম্পিয়ন হিসেবে। আর সবচেয়ে বড় কথা আর রাসেলের ইয়ারকারে বলটা যেটা ডিভিলিয়ার্স আউট হয়েছে ডিভিলিয়ার্স কিন্তু ওই বালটা দেখতেই পাইনি এমনটাই মনে হয়েছে।
Leave a Reply