
IPL 2021 দ্বিতীয় ধাপে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাপ RCB বিরুদ্ধে জেতার পরে আর কটি ম্যাচ কলকাতা জিতলে সেমিফাইনালের টিকিট পাকা হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স RCB বিরুদ্ধে ম্যাচটি জিতে অবশ্যই ফ্যানদের আসা একটু না একটু হলেও বাড়িয়ে দিয়েছে KKR। যেখানে ব্যাঙ্গালোরের বিরুধ্যে অনবদ্য পারফরম্যান্স করেছে কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটসম্যান থেকে শুরু করে বোলাররা।
যেখানে কলকাতা নাইট রাইডার্স তো আপনাদেরকে জানিয়ে দেই ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স RCB বিরুদ্ধে জিতে মোট তিনটি ম্যাচ জিতেছে। যেখানে তাদের 6 পয়েন্ট এবং 8 ম্যাচ খেলে এবং আর্জেন্টিনা জিতে তারা আপতত 5 নম্বর পজিশনে চলে এসেছে।যেখানে আপনাদেরকে জানাই আর কলকাতা নাইট রাইডার্স যদি চারটি ম্যাচে জিততে পারে তাহলে প্লে অফ কনফার্ম বলা যেতে পারে। আপনাদের মতামত অবশ্যই জানান কলকাতা নাইট রাইস আর কটা ম্যাচ জিততে পারবে ।
Leave a Reply