
IPL 2021 চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স রবিবারের এই ম্যাচটি কি নিয়ে অবশ্যই ফ্যানরা উত্তেজিত আছে। তার কারণ দুর্দান্ত ফর্মে থাকা এই কলকাতা নাইট রাইডার্স কে হারাতে পারবে কি চেন্নাই সুপার কিংস এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস এর মধ্যে কোন দল বেশি শক্তিশালী আজ আমরা এখানে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এরকম খবর পাওয়ার জন্য আমাদের কে ফলো রাখুন।
কলকাতা নাইট রাইডার্স এর প্রথম একাদশে সেরকম কোনো পরিবর্তন না হবার সুযোগ রয়েছে। তার কারণ তারা প্রত্যেক ম্যাচে জিতছে এইজন্যেই একই টিম নিয়ে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলটি।
- ওপেনার হিসেবে শুভমান গিল ও ভেঙ্কটেশ আই আর, রাহুল ত্রিপাঠী, নিতিশ রানা্,ইয়ন মর্গ্যান্, দীনেশ কার্তিক ,অ্যান্ড্র রাসেল,সুনীল নারিন, লকি ফার্গুসন্, প্রসিদ্ধ কৃষ্ণা , বরুণ চক্রবর্তী
Leave a Reply