
KKR News IPL 2023 কলকাতা নাইট রাইডার্সের জন্য অবশ্যই খুবই একটা খারাপ খবর আসলো. বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং তার সাথে লিটন দাস এই দুটি প্লেয়ার কে কিনেছিল কলকাতা। কিন্তু সবচেয়ে খারাপ খবর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড এর ম্যাচের জন্য NOC অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা খেলার অনুমতি দেয়নি. এখানে সবচেয়ে খারাপ বিষয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরে লিটন দাস এবং সাকিব আল হাসান তারা যোগ দিতে পারবে কলকাতা নাইট রাইডার্স দলে. অর্থাৎ বাংলাদেশ এবং আয়ারল্যান্ড এর ম্যাচগুলি শেষ হতে চলেছে ৮ই এপ্রিল. এবং ৯ এপ্রিল সাকিব এবং লিটন দাস তারা KKR এর স্কোয়াডে যোগ দেবে ততদিনে কেকেআরের তিনটি ম্যাচ খেলা হয়ে যাবে.
যেখানে আপনাদেরকে জানাই আইপিএল ২০২৩ শুরু হচ্ছে ৩১ শে মার্চ থেকে. কিন্তু কলকাতা নাইট রাইডার্স জন্য অবশ্যই দুঃসংবাদ হয়ে থাকবে। কারণ শাকিব সুযোগ না পেলেও প্রথম একাদশের সুযোগ পাওয়ার আশা রাখছে লিটন দাস. অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত নিচে কমেন্টে জানান এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন আইপিএলে. এবং আমাদেরকে ফলো রাখুন কোন সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য.
রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত জিতল প্রথম ওডিআই | India vs Australia ODI highlight
Leave a Reply