
IPL 2021 মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স এর দুর্দান্ত জয় যেখানে কলকাতা 15 ওভারের রান তুলে দেয়। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ব্যাট করে 155 রান করে 6 উইকেট এর মাধ্যমে এবং 156 টার্গেট দেয় কলকাতাকে। সেই রান তুলতে গিয়ে কলকাতার নতুন ওপেনারদের দুর্দান্ত প্রদর্শন যেখানে ভেঙ্কটেশ আই আর 30 বলে 53 করে এছাড়াও রাহুল ত্রিপাঠী 73 রান করে।যেখানে কলকাতা নাইট রাইডার্স 156 টার্গেট 15 ওভার 1 বলে তুলে দেয় তাও 159 রান করে 6 টি উইকেট হারিয়ে।
এবং মুম্বাইকে হারিয়ে Kolkata Knight Riders চলে গেল শেষ চারে। যেখানে আইপিএলের প্রথম হাফে খেলা দেখে অবশ্যই মনে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স হয়তো জিততে পারবেনা। কিন্তু দ্বিতীয় হাপে দুর্দান্ত প্রদর্শন করলো কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়াররা। যেখানে কলকাতা মুম্বাই এবং রাজস্থানের পয়েন্টে একি 8 পয়েন্ট করে সবার কলকাতা নাইট রাইডার্স এর রান রেট বেশি থাকায় কলকাতা নাইট রাইডার্স বর্তমানে চার নম্বরে। আর কলকাতা নাইট রাইস যদি এইভাবে খেলতে থাকে তাহলে কলকাতা অবশ্যই শেষ চারের টিকিট থাকছে।
Leave a Reply