
IPL 2022 জন্য কলকাতা নাইট রাইডার্স বাকি দলগুলো যে সব প্লেয়ারকে রিটেন করতে চলেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স এর কথা বলব যে কাকে কাকে রিটেন করতে চলেছে। তৈরি মধ্যে চারটি পেলেয়ার কে রিটেন করল কলকাতা নাইট রাইডার্স। এবং বাকি প্লেয়ার গুলি তারা অকশনে গিয়ে কিনতে চলেছে। যেহেতু এবার মেগা অকশন হতে চলেছে এ জন্য মাত্র চারটি পেলেয়ার কে ধরে রাখতে পারবে সমস্ত দলগুলি নিয়ম অনুযায়ী।
আগামী আইপিএল 2022 এর জন্য কলকাতা নাইট রাইডার্স যে সব প্লেয়ারকে রিটার্ন করল। প্রথমে যে প্লেয়ারটির নাম চলে এসেছে হচ্ছে আন্দ্রে রাসেল 16 কোটি টাকা দিয়ে রিটেন করা হয়েছে। দ্বিতীয় প্লেয়ারটির নাম চলে এসেছে সুনীল নারিন কে 12 কোটি টাকা দিয়ে রিটার্ন করা হচ্ছে। তৃতীয় প্লেয়ারটি শুভমান গিল তাকে 8 কোটি টাকা দিয়ে রিটার্ন করা হচ্ছে। এবার শেষ পর্যন্ত ছয় কোটি টাকা দিয়া রিটার্ন করা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার কে।
Leave a Reply