
IPL 2021 বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহী তে হবে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। কিন্তু সেখানকার পিচ এন্ড কন্ডিশন এবং ভারতের পিচ কন্ডিশন সম্পূর্ণ আলাদা এটা আপনারা অবশ্যই জেনেছেন। আজ আপনাদেরকে এখানে জানাতে চলেছি সংযুক্ত আরব আমিরশাহী তে কলকাতা নাইট রাইডার্স এর প্রথম একাদশ কেমন হতে চলেছে এবং কোন কোন পেলেয়ার কে নতুন আসবে এবং কোন কোন প্লেয়ার বাদ যেতে চলেছে।
- যেখানে ব্যাটসম্যান হিসেবে-নিতিশ রানা, শুভমান গিল, দীনেশ কার্তিক,রাহুল ত্রিপাঠী,ইয়ন মর্গ্যান
- অলরাউন্ডার হিসেবে- সুনীল নারিন, আন্দ্রে রাসেল
- বোলার হিসেবে-বরুণ চক্রবর্তী,লকি ফার্গুসন,শিভম মাভি , কমলেশ নাগারকোটি
আমার তো মনে হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী তে এই প্রথম একাদশ নিয়ে শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই দলে হয়তো ও সুযোগ না পেতে পারে সাকিব আল হাসান তার কারণ সংযুক্ত আরব আমিরশাহী তে এই প্রথম একাদশ নিয়ে সফল হয়েছে কলকাতা। তো আপনাদের মতামত অবশ্যই নিচে জানতে চাইবো।
- ওপেনার হিসেবে শুভমান গিল-নিতিশ রানা
- মিডল অর্ডারে থাকছে-রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন,ইয়ন মর্গ্যান,
- ফিনিশার হিসাবে- আন্দ্রে রাসেল,দীনেশ কার্তিক
- এবং সবশেষে- কমলেশ নাগারকোটি, শিভম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী
Leave a Reply