KKR নতুন ভয়ংকর ওপেনার এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে

KKR VS RCB  কলকাতা নাইট রাইস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুর্দান্ত বোলিং করল কলকাতা বলার।যেখানে 92 রান কলকাতা নাইট রাইডার্স তুলতে মাত্র 10 ওভার সময় লাগলো। যেখানে কলকাতা ম্যাচের ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটএস আই আর  দুর্দান্ত ব্যাটিং করেছে। যেখানে শুভমান গিল 48 রান করে আউট হয়ে যায় যুজবেন্দ্র চাহাল এর বলে। কিন্তু অন্যদিকে ভেঙ্কট এস আই আর 27 বলে 41 রান করে নট আউট । যেখানে তার আগেই রান তুলে দিলেন এই কলকাতা নাইট রাইডার্স এর নতুন ওপেনার। 

এখানে অবশ্যই আইপিএলে কলকাতা ম্যাচের সবথেকে বড় সমস্যা ছিলো তাদের ওপেনার নিয়ে। যেখানে আজকের ম্যাচের ভেঙ্কটএস আই আর এবং শুভমান গিল দুর্দান্ত ওপেনার হিসেবে তাদের দায়িত্ব পালন করেছেন। শুধু দায়িত্ব নয় এবার থেকে কলকাতা পেয়ে গেল তাদের সেই নতুন ওপেনার যেখানে এবছরের সারা আইপিএলে আপনারা তাকে ওপেন করতে দেখবেন । তো কলকাতায় সত্য সমস্যা দূর হয়ে গেল তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*