KKR নতুন ভয়ংকর ওপেনার একাই রান তুলে দিলেন RCB ম্যাচে

IPL 2021  কলকাতা নাইট রাইস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুর্দান্ত বোলিং করল কলকাতা বলার। যেখানে এবি ডি ভিলিয়ার্সের আউটে অন্যতম সেরা আউট বলা যেতে পারে। যেখানে আন্দ্রে রাসেলের দুর্দান্ত বল তিনটি উইকেট নিয়েছেন । বিরাট কোহলির দল মাত্র 92 রানে অলআউট হয়ে গেছে সেখানে বরণ চক্রবর্তী ও দুর্দান্ত বল করেছিল ।

যেখানে 92 রান কলকাতা নাইট রাইডার্স তুলতে মাত্র 10 ওভার সময় লাগলো। যেখানে কলকাতা ম্যাচের ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটএস আই আর  দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা এটাই শুভমান গিল এই ম্যাচে হাফ সেঞ্চুরি মিস করলো। যেখানে শুভমান গিল 48 রান করে আউট হয়ে যায় যুজবেন্দ্র চাহাল এর বলে। কিন্তু অন্যদিকে ভেঙ্কট এস আই আর 27 বলে 41 রান করে নট আউট এবং রাসেল ব্যাট করতে নামে ঠিকই কিন্তু তিনি একটা বল খেলতে পারিনি। যেখানে তার আগেই রান তুলে দিলেন এই কলকাতা নাইট রাইডার্স এর নতুন ওপেনার। কলকাতা আবারও জয় দিয়ে শুরু করলো তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টের আশায় রয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*