KKR ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকে অপমান করল গাম্ভীর

 IPL 2021 চেন্নাই সুপার কিংস বিপক্ষে হারার পরে কি বললেন কলকাতা নাইট রাইডার্স এর সেরা ক্যাপ্টেন গৌতম গাম্ভীর। আপনাদেরকে জানিয়ে দেয় যে কলকাতা ক্যাপ্টেন এর ভুল সিদ্ধান্তে থাকতে হয় চেন্নাই এর বিপক্ষে। কিন্তু গৌতম গাম্ভীর আকাশ চোপরা কমেন্টারি করার সময় হঠাৎ একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন গাম্ভীর কে। আপনারা জানেন মর্গান একটি ইংল্যান্ড থেকে ক্রিকেট এনালাইসিস কে এনেছিল যে কিনা বলে দেবে কার বলে দিলে আউট হবে কোন প্লেয়ার। এইটা দেখে গৌতম গাম্ভীর কে প্রশ্ন করলেন আকাশ চোপড়া- যে গাম্ভীর তোমার বেলায় এই এনালাইসিস থাকলে তুমি কি করতে।

উত্তর- গৌতম গাম্ভীর এখানে সরাসরি বললেন যে আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতাম এবং আকাশ চোপড়া কেউ বললেন হয়তো তুমি থাকলেও ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে। তার কারণ গৌতম গাম্ভীর বলেছে যে আমি নিজে ক্যাপ্টেন আমার মতামত দিয়ে দলকে দেখাব কেন বাইরে থেকে সাহায্য নিয়ে দল যেতাম। তাহলে আমার ক্যাপ্টেন থাকারকি মানে আর এখনও দলে উইকেটকিপার সহ ভাইস ক্যাপ্টেন এবং এগারটি পেলেয়ার আছে তাদের মতামত অবশ্যই নেওয়ার দরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*