KKR কত রানে জিতলে সেমিফাইনাল যাবে IPL 2021

IPL 2021 Kolkata Knight Riders vs Rajasthan Royals এই ম্যাচটি বলে দেবে যে কোন দলটি সেমিফাইনাল যাবে এবং কোন দলটি এ বছরে বিদায়। কত রানে জিততে পারলে কলকাতা সেমিফাইনালে কনফার্ম হবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জিতের কলকাতার অবশ্য সমস্যা এনে দিয়েছে সেমিফাইনালে ওঠার জন্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে বেশি সুযোগ কলকাতার তার কারণ তাদের রাউন্ডের বর্তমানে + এইজন্যেই সে সুযোগের হাতছানি। যেখানে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেই কলকাতা যদি শেষ ম্যাচ অর্থাৎ রাজস্থানের বিপক্ষে জিতে যায় তাহলে তারা সেমিফাইনালে যেতে পারবে। যদি হেরে যায় তাহলে তারা বাড়ি যাবে এটা কনফার্ম ধরে রাখতে হবে তার কারণ তার পরের ম্যাচ মুম্বাইয়ের ম্যাচ আছে। বর্তমান সময়ে মুম্বাইয়-কলকাতা একই পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকা।

যদি কলকাতা নাইট রাইডার্স কালকের ম্যাচে প্রথম ব্যাট করে তাহলে রাজস্থান রয়েলস কে  কমপক্ষে 30 রানে হারালে কলকাতা সেমিফাইনালে। অন্যদিকে যদি কলকাতার দ্বিতীয় ব্যাট করে পাঁচ ওভারে মধ্য রান যদি তুলে দিতে পারে যত রান টার্গেট দেবে রাজস্থান তাহলে কনফার্ম হতে কলকাতা সেমিফাইনালে যাবে। যদি এমনটা না হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দ্রাবাদের মধ্যে ছোটখাটো ব্যবধানে জিততে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। আর যদি মুম্বাই সেই ম্যাচে হেরে যায় তাহলে কলকাতা হামেশাই সেমি ফাইনালে উঠবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*