
IPL 2021 Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad এই ম্যাচের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কলকাতার কেমন হতে পারে প্রথম একাদশ। যেখানে দুটি দলের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ বিশেষ করে কলকাতা যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে। তার ধারণা দুটি ম্যাচ আছে দুটি ম্যাচে জিতলে তারপরে তারা যেতে পারবে কিন্তু আজকে প্রথম একাদশে কলকাতা আমরা অনেক বদল দেখতে পারি। হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা নতুন দল নিয়ে নামতে চলেছে এই কলকাতা যেখানে এই দলে আমরা দুই থেকে তিনটি পেলেয়ার পরিবর্তন অবশ্যই দেখতে পাবো। তোর এক ঝলকে দেখে নেয়া যাক কলকাতা নাইট রাইডার্স এর প্রথম একাদশ কেমন হতে চলেছে আজকের ম্যাচে।
কলকাতা নাইট রাইডার্স এর প্রথম একাদশ- ওপেনার হিসেবে ভেঙ্কটেশ এবং শুভমান গিল, রাহুল ত্রিপাঠী ,নিতিশ রানা্,দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান , হয়তো আন্দ্রে রাসেল এবং লকি ফার্গুসন থাকছে, না হলে আজকে সাকিব আল হাসানকে দেখা যাবে একদম কনফার্ম হবে, শিভম মাভি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী
Leave a Reply