King’s Cup 2023: নেই প্রীতম ও ডার্বিতে গোল করা নন্দকুমার, কিংস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের


কিংস কাপের জন্য ভারতের ২৩ সদস্যের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। যে মোহনবাগান সুপার জায়ান্টের একঝাঁক খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তবে সবুজ-মেরুন ছেড়ে কেরল ব্লাস্টার্সে যাওয়া প্রীতম কোটালকে দলে রাখেননি ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। যিনি সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতীয় দলে নেই। সাফের দলে থাকা লিস্টন কোলাসো, নন্দকুমারকে দলে রাখা হয়নি। ইস্টবেঙ্গলের যে নন্দকুমার দিনকয়েক আগেই ডুরান্ড কাপে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে গোল করেছিলেন। সেইসঙ্গে রাহুল কেপিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন শুরু করেছে।

এমনিতে প্রথমবার বাবা হওয়ার স্বাদ নেওয়ার মুহূর্তে স্ত্রী সোনমের সঙ্গে থাকার জন্য আগেই সেই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন সুনীল ছেত্রী। তাঁর পরিবর্তে ভারতের অধিনায়কত্ব কে করবেন, সে বিষয়ে ফেডারেশনের তরফে সরকারিভাবে জানানো হয়নি। শুধুমাত্র আজ ২৩ জনের ঘোষণা করা হয়েছে। 

কিংস কাপের জন্য ভারতের ২৩ জনের দল

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং। 

ডিফেন্ডার: আশিস রাই, নিখিল পূজারী, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বসু। 

মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং, ব্র্যান্ডেন ফার্নান্দেজ, সাহাল আবদুল সামাদ, অনিরূদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরিয়ান, নাওরেম মহেশ সিং, লালিনজুয়ালা ছাংতে। 

ফরোয়ার্ড: মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি।

কিংস কাপের জন্য ভারতীয় দলের সূচিSource link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*