Kerala Blasters vs Bengaluru FC: রক্ষণ আর গুরপ্রীতের দু’টি ভুলে হার বেঙ্গালুরুর, বদলা পূরণ করে ISL অভিযান শুরু কেরালার


গত মরশুমে বেঙ্গালুরু এফসি-কেরালা ব্লাস্টার্স ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল। এবার মরশুমের শুরুতেই সেই শোধটা সুদে-আসলে তুলে নিল কেরালা। বৃহস্পতিবার বেঙ্গালুরু বধ করেই দশম আইএসএলের শুভ সূচনা করল ইয়েলো আর্মিরা। ১-২ গোলে কেরালার কাছে পরাস্ত হল বেঙ্গালুরু।

গত মরশুমে দুই দলের ম্যাচটি ছিল কেরালা ব্লাস্টার্সের হোম গ্রাউন্ডে। ফ্রিক থেকে সুনীল ছেত্রীর বিতর্কিত গোল। রেফারি গোলের বাঁশি বাজালেও, সিদ্ধান্তে খুশি হতে পারেনি কেরালা ব্লাস্টার্স। তাদের দাবি ছিল, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল গোল করেছে। এই ঘটনার জেরে প্লে-অফের পুরো সময় না খেলেই মাঠ ছেড়েছিল কেরালা। ম্যাচের প্রায় ২৫ মিনিট বাকি থাকতেই টিম তুলে নিয়েছিলেন কোচ ইভান ভুকোমানোভিচ। এই কারণে ভুকোমানোভিচকে ১০ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল, সেই শাস্তি এখনও বহাল রয়েছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্সকে করা হয়েছিল মোটা অঙ্কের জরিমানা। ২০২৩-২৪ মরশুমের উদ্বোধনী ম্যাচেই বেঙ্গালুরুকে হারিয়ে নিজের মনের জ্বালা মেটাল কেরালা ব্লাস্টার্স।

আরও পড়ুন: যা ভাবা হয়েছিল, মেসির চোট তার চেয়েও গুরুতর- কবে ফিরতে পারবেন মাঠে, আপডেট দিলেন ইন্টার মিয়ামির কোচ

ম্যাচের ৫২তম মিনিটে কেজিয়া ভিনদর্পের একটি আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। ৬৯ মিনিটে ২-০ গোলে এগিয়ে দেন আদ্রিয়ান লুনা। ৯০তম মিনিটে কার্টিস মান একটি গোল শোধ করলেও, হেরেই মাঠ ছাড়তে হয় বেঙ্গালুরুকে। মূলত ডিফেন্সে জোড়া ভুলেই আইএসএলের প্রথম ম্যাচে কেরালার কাছে হারতে হল বেঙ্গালুরুকে।

এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট দেখিয়েছে কেরালা। যদিও প্রথমার্ধে তারা গোলের মুখ খুলতে পারেনি। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর ভুলের সুযোগ নিয়েই এগিয়ে যায় কেরালা। ম্যাচের ৫২ মিনিটে কর্নার থেকে নেওয়া লুনার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন বেঙ্গালুরু ডিফেন্ডার ভিনদর্প। নিঃসন্দেহে এই গোলের দায় বেঙ্গালুরুর রক্ষণের।

আরও পড়ুন: বায়ার্নের কাছে হেরে মুখ পোড়াল ম্যান ইউনাইটেড, শেষ মুহূর্তের গোলে জিতল রিয়াল, বড় জয় পেল আর্সেনাল

কেরালার দ্বিতীয় গোলটির দায় অবশ্য পুরোটাই গুরপ্রীত সিং সান্ধুর। ম্যাচের ৬৯ মিনিটে নিজের প্লেয়ারকে পাস বাড়াতে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক। কিন্তু তাঁর ভুলেই বল পান লুনা। আসলে ডামজানোভিচ বল বাড়িয়েছিলেন নিজের দলেরই গোলকিপার গুরপ্রীতের কাছে। গুরপ্রীত বলের নিয়ন্ত্রণ হারালে সেই ভুলেরই সদ্ব্যবহার করেন লুনা। বলটি পেয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি কেরালার লুনা। এই গোলটিই হতোদ্যম করে দেয় বেঙ্গালুরুকে। দু’টি ভুলে দুই গোল।

২-০ পিছিয়ে পড়ে বেঙ্গালুরু মারাত্মক চাপে পড়ে গিয়েছিল। ম্যাচের একেবারে শেষের দিকে অবশ্য ব্যবধান কমায় তারা। পরিবর্ত হিসেবে নামা কার্টিস মেইন নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে একটি গোল শোধ করেন। তবে সমতা তারা ফেরাতে পারেনি। ২-১ জিতে বদলা পূরণ করেই মাঠে ছাড়ে কেরালা ব্লাস্টার্স।Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*