ISL Points Table Latest Update: দুইয়ে দুই! AFC কাপের আগে ISL-এ শীর্ষস্থান পোক্ত করল মোহনবাগান, ইস্টবেঙ্গল কোথায়?


বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলে শীর্ষস্থান মজবুত করল মোহনবাগান সুপার জায়ান্ট। দুই ম্যাচের শেষে সবুজ-মেরুন ব্রিগেডের ঝুলিতে থাকল ছয় পয়েন্ট। যা জুয়ান ফেরান্দোকে অত্যন্ত স্বস্তি দেবে। কারণ গত ১৯ সেপ্টেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচে খেলেছিল মোহনবাগান। ২৩ সেপ্টেম্বর আইএসএলের রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে নেমেছিল। বুধবার সামলাতে হয়েছে বেঙ্গালুরুর চ্যালেঞ্জ। আবার আগামী ২ অক্টোবর এএফসি কাপে নামবে। অন্যদিকে, জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করে আইএসএলের তালিকায় পাঁচ নম্বরে আছে ইস্টবেঙ্গল। যে ইস্টবেঙ্গল আগামী শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে।

আরও পড়ুন: MBSG vs BFC Highlights: গোললাইন সেভের পরে ফিরল হুঁশ! কঠিন দিনে মোহনবাগানের বৈতরণী পার বৌমাসের

আইএসএলের পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় ড্র হার গোলপার্থক্য পয়েন্ট
মোহনবাগান সুপার জায়ান্ট
ওড়িশা এফসি
কেরালা ব্লাস্টার্স এফসি
মুম্বই সিটি এফসি
ইস্টবেঙ্গল
জামশেদপুর এফসি
এফসি গোয়া
হায়দরাবাদ এফসি
নর্থ-ইস্ট ইউনাইটেড -১
বেঙ্গালুরু এফসি -২
রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি -২
চেন্নাইয়িন এফসি -২

আইএসএলের ম্যাচের ফলাফল (২৭সেপ্টেম্বর পর্যন্ত)

১) কেরালা ব্লাস্টার্স ২-১ বেঙ্গালুরু এফসি।

২) হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া: ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে।

৩) ওড়িশা এফসি ২-০ চেন্নাইয়িন এফসি।

৪) মোহনবাগান সুপার জায়ান্ট ৩-১ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি।

৫) নর্থ-ইস্ট ইউনাইটেড ১-২ মুম্বই সিটি এফসি।

৬) ইস্টবেঙ্গল ০-০ জামশেদপুর এফসি।

৭) মোহনবাগান সুপার ১-০ জায়ান্ট বেঙ্গালুরু এফসি।

আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পরবর্তী ম্যাচ

১) ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, ৩০ সেপ্টেম্বর (শনিবার), রাত ৮ টা, কলকাতা।

২) চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ৭ অক্টোবর (শনিবার), (রাত ৮ টা), চেন্নাই।

৩) বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল, ৪ অক্টোবর (বুধবার), রাত ৮ টা, বেঙ্গালুরু।

৪) ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, ২১ অক্টোবর (শনিবার), বিকেল ৫ টা ৩০ মিনিট, কলকাতা।

৫) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল, ২৮ অক্টোবর (শনিবার), রাত ৮ টা, কলকাতা।

আরও পড়ুন: East Bengal Records in CFL 2023: ইতিহাসে পঞ্চম বড় জয়, ৩৪ বছর পর জোড়া হ্যাটট্রিক, একগুচ্ছ নজির ইস্টবেঙ্গলের



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*