ISL 2023-24 Fixture: আইলিগ চ্যাম্পিয়নের বিরুদ্ধে অভিযান শুরু, কবে ডার্বি? দেখুন ISL-এ মোহনবাগানের পুরো সূচি


আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। মোট ১২টি দল এবারের আইএসএলে অংশ নিচ্ছে। নতুন দল হিসাবে এবারের টুর্নামেন্টে যুক্ত হয়েছে পঞ্জাব এফসি। এবারের আইএসএলে ১১টি শহরের ১২টি ক্লাব অংশ নিচ্ছে। এখনও পর্যন্ত এফএসডিএল বা আইএসএল যে সূচি প্রকাশ করেছে তাতে ২৯ ডিসেম্বর পর্যন্ত ম্যাচের নির্ঘন্ট দেওয়া হয়েছে।

জানুয়ারি মাসে ভারতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ রয়েছে। ফলে সেই সময় আইএসএল দলগুলিকে জাতীয় দলের ফুটবলারদের ছেড়ে দিতে হবে। যদিও এখনও তা আলোচনা সাপেক্ষ। তাই এখনই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেই কারণেই মনে করা হচ্ছে জানুয়ারি মাসের সূচি প্রকাশ করেনি এফএসডিএল।

আগামী ২১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ সেপ্টেম্বর এবারের নতুন দল পঞ্জাব এফসির বিরুদ্ধে যুবভারতীতে। কবেই বা হবে আইএসএলের ডার্বি? এবার এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান কবে কার বিরুদ্ধে খেলতে নামবে।

এক নজরে মোহনবাগান সুপার জায়ান্টের আইএসএল সূচি:-

২৩ সেপ্টেম্বর- বনাম পঞ্জাব এফসি- হোম

২৭ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি- হোম

৭ অক্টোবর- বনাম চেন্নাইয়ন এফসি- অ্যাওয়ে

২৮ অক্টোবর- বনাম ইস্টবেঙ্গল- হোম

১ নভেম্বর- বনাম জামশেদপুর- অ্যাওয়ে

২ ডিসেম্বর- বনাম হায়দরাবাদ এফসি- অ্যাওয়ে

৬ ডিসেম্বর- বনাম ওড়িশা এফসি- হোম

১৫ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড- অ্যাওয়ে

২০ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি- অ্যাওয়ে

২৩ ডিসেম্বর- বনাম এফসি গোয়া- হোম

২৭ ডিসেম্বর- কেরালা ব্লাস্টার্স- হোম



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*