IPL 2022 রাজস্থান এই ওপেনার প্লেয়ারকে টার্গেট করছে

IPL 2022 হতে চলেছে মেগা অকশন যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় যে ডিসেম্বর শেষে কিংবা জানুয়ারির শুরুতে। সব ঠিকঠাক থাকলে ভারতে অনুষ্ঠিত হবে আইপিএল 2022 এর মেগা অকশন। এবং সবচেয়ে বড় ব্যাপার এটা এখানে কিন্তু বিশ্বে থেকে প্রায় 1000 জন প্লেয়ার নাম দেবে। তাদের মধ্যে 10 টি দল মাত্র 230 টি প্লেয়ার কিনবে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দেয় প্রত্যেকটি দল কিন্তু তাদের পছন্দ মত পেলেয়ার ইতিমধ্যেই টার্গেট করে রেখেছে। 

আইপিএল 2022 রাজস্থান রয়েলস যেসব ওপেনার প্লেয়ারদের কিনতে চলেছে বা ওপেনার হতে চলেছে তাদের। আপনাদেরকে জানিয়ে দেয় রাজস্থান রয়েলস তিনটি পেলেয়ার কে রিটেন করেছে। যেখানে সঞ্জু স্যামসন, জজ বাটলার এবং যশস্বী জয়সওয়াল তো এখানে তিনজন ওপেনার আছে তাদের দলে। তাদের আলাদা করে কোন ওপেনার পেলে আর চিনতে হবে না আমার বলে মনে হচ্ছে। জজ বাটলার এবং যশস্বী জয়সওয়াল এই দুটি পেলেয়ার আগামী বছরের জন্য ওপেনার হিসেবে দায়িত্ব পালন করবে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*