IPL 2022 10টি দলের নাম ও কত টাকা দিয়ে কিনলো দল

IPL 2022 আপনারা জানেন অবশ্য এটা যে আরও দুটি দল যোগ হতে চলেছে। এটি আইপিএল 2021 এই হত যদি ভাইরাসের জন্য আইপিএল সঠিক সময় হত। কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত পরের বছর অর্থাৎ আইপিএল 2022 এ দশটি টিম খেলবে বিসিসিআই নাম ঘোষণা। 25 শে অক্টোবর দুবাইয়ের একটি হোটেলে আরও দুটি দলের নাম ঘোষণা হল। এই দুটি দল কিনতে দশটি ফ্র্যাঞ্চাইজি যোগ দিয়েছিলেন। সেখান থেকে মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি সফল হতে পেরেছে পরের বছর আইপিএলের তাদের দল খেলানোর জন্য। 

আসুন তাহলে জেনে নেই IPL 2022 কোন দশটি দল খেলবে এবং তাদের মালিক কে কে থাকছে। 

  • আইপিএল 2022 এ আরো নতুন করে যোগ দিলো দুটি দল। যেখানে প্রথম দলটির নাম আমেদাবাদ এবং দ্বিতীয় দলটির নাম লখনৌ। CVC Capital এই সংস্থাটি আমেদাবাদ দলটিকে 5200 কোটি টাকায় কিনেছে। অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ দলটি 7000 কোটি টাকায় নিজের নামে করেছে।
  • দশটি দলের নাম- কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়েলস, সানরাইজ হায়দ্রাবাদ, আমেদাবাদ এবং লখনৌ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*