
IPL 2022 যেখানে দেখতে দেখতে আর কয় মাস পরেই শুরু হতে চলেছে। কিন্তু তার আগে হবে সবচেয়ে বড় ব্যাপার মেগা অকশন। সমস্ত দলগুলির তারা চারটি পেলেয়ার কে দলে নিয়ে নিয়েছে। কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে মেগা অকশন যেখানে অবশ্যই নতুন করে আবারো দল করবে আইপিএলের 10 টি দল।
Mumbai Indians আগামী আইপিএলের জন্য এই দল মাত্র চারটি পেলেয়ার কে রিটার্ন করেছে। এই প্লেয়ার গুলির মধ্যে মাত্র একটি প্লেয়ার যে বিদেশি প্লেয়ার হিসেবে হয়েছে। যেখানে কিরণ পোলার্ড একমাত্র বিদেশি প্লেয়ার যে এ বছরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যাবে এছাড়া মুম্বাইকে আরো সাতটি বিদেশি প্লেয়ার কে কিনতে হবে। এবার আসা যাক যেসব পেলেয়ার কে করবে পারে অর্থাৎ টার্গেট করবে এই দলটি। যেখানে প্রথমে নাম চলে আসে লকি ফার্গুসন, এছাড়াও কাউল জেমিসন , কেন রিচার্ডসন, মুজিবুর রহমান মোহাম্মদ নাবি এবং জেসন হোল্ডার এর মত পেলেয়ার কিনবে এই দলটি।
Leave a Reply