IPL 2022 লখনৌ এই 3টি প্লেয়ার দলে নিলো

IPL 2022 আর কয়েকদিন পর শুরু হতে চলেছে মেগা অকশন। এ বছর আইপিএলের মজা আরো ডবল হতে চলেছে তার কারণ থাকছে 10 টি দল। যে দুটি দল আছে সেই দুটি দলের জন্য আলাদা করে প্লেয়ার ড্রাফট থাকছে। তার আগে আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান আপনাদের ফেভারিট দল কোনটি। এই মেগা অকশন টান টানা দু’দিন ধরে হবে তার কারণ প্রায় 250 পেলেয়ার এখানে দলগুলি কিনতে চলেছে। ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে ভারতে হতে চলেছে এবছরের মেগা অকশন যেটা জানা যাচ্ছে কিন্তু সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করছে।

আজ আমরা জানবো যে লখনৌ যে নতুন দলটি এসেছে তাদের যে তিনটি পেলেয়ার দলে আসতে চলেছে। যেখানে প্রথমে নাম যার চলে আসে লোকেশ রাহুল এই পেলেয়ার কে নিতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি দলটি সবথেকে বেশি টাকা দিয়ে। দ্বিতীয় প্লেয়ারটির নাম চলে আসে রাশিদ খানের এই প্লেয়ারটির দ্বিতীয় দামি পেলেয়ার এই দলের হয়ে শোনা যাচ্ছে। এবং তৃতীয় প্লেয়ারটির নাম শোনা যাচ্ছে কুনাল পান্ডিয়া এই প্লেয়ারদের নাম শোনা যাচ্ছে আপতত। আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*