
IPL 2022 কলকাতা নাইট রাইডার্স শেষ বছরে তারা ফাইনালে উঠে ছিলেন এবং আইপিএলের দ্বিতীয় হবে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই দলটি। এবং তাদের পুরনো দলের মধ্যে এই 3 প্লেয়ার কে আবারো দলে ভেড়াতে চলেছে এই দলটি। প্রথমে যার নাম চলে আসে সে হচ্ছে অবশ্যই শুভমান গিল, দ্বিতীয়তঃ লকি ফার্গুসন এবং তার সাথে শিভম মাভি কেউ দলে ভেড়াতে চাইবে এই দলটি। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তীতে আবারও দেখা হবে আমাদেরকে।
IPL 2022 আর কয়েকদিন পর শুরু হতে চলেছে মেগা অকশন। এ বছর আইপিএলের মজা আরো ডবল হতে চলেছে তার কারণ থাকছে 10 টি দল। যে দুটি দল আছে সেই দুটি দলের জন্য আলাদা করে প্লেয়ার ড্রাফট থাকছে। তার আগে আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান আপনাদের ফেভারিট দল কোনটি। এই মেগা অকশন টান টানা দু’দিন ধরে হবে তার কারণ প্রায় 250 পেলেয়ার এখানে দলগুলি কিনতে চলেছে। ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে ভারতে হতে চলেছে এবছরের মেগা অকশন যেটা জানা যাচ্ছে কিন্তু সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করছে।
Leave a Reply