IPL 2022 KKR ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল

IPL 2022 মেগা অকশন হচ্ছে এটা আপনারা সবাই জানেন মানে একেকটি দলের প্লেয়ারদেরকে প্রায় সবার ছেড়ে দিতে হবে। সেখানে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন কে হবে পরের বছর অর্থাৎ আইপিএল 2022 এ। তার কারণ এবার দেখেছেন ইয়ন মরগানের খারাপ ক্যাপ্টেন্সিতে কলকাতা নাইট রাইডার্স এর হারতে হয়েছে ফাইনাল। ইতিমধ্যেই সবচেয়ে বড় খবর কলকাতার পরের বছর আইপিএল নিয়ে বড়োসড়ো আপডেট পাওয়া গেল। 

 

যেখানে মেগা অকশন এত কলকাতা প্লেয়ার বদলাবেই তার সাথে সাথেই তারা ক্যাপ্টেন কেউ বদলাতে চায়। আইপিএল 2021 ইয়ন মরগানের বাজে ক্যাপ্টেন্সি ও ব্যাটিংয়ে কলকাতার হারের মুখ দেখতে হয়েছে। যেখানে পর বছর অর্থাৎ আইপিএল 2022 এ ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে শুভমান গিল তারা দলে রাখবে এবং তাকে ক্যাপ্টেন করতে চাই। শুভমান গিল ক্যাপ্টেন হচ্ছে কলকাতার তার কারণ তিনি ভবিষ্যতে ভারতীয় দলের ক্যাপ্টেন হয়ে উঠতে পারেন। এবং অবশ্যই তিনি একজন ভরসা জনক ব্যাটসম্যান সেটা আলাদা করে বলার দরকার নাই। ইতিমধ্যেই সবচেয়ে বড় আপডেট যে কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল 2022 এর জন্য ক্যাপ্টেন হতে চলেছে শুভমান গিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*