
IPL 2022 কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার কে টার্গেট করতে চলেছে আগামী মেগা অকশনে টেবিলে। তো আজ আমরা এখানে আলোচনা করবো এই পাঁচটি ক্যাপ্টেন এর উপর আবারও টার্গেট করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই লিস্টে অবশ্যই ইয়ন মর্গ্যান থাকছে যে কিনা আবারো দলে ফেরাতে পারে কেকেআর। দেখুন এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি প্লেয়ার কে অবশ্যই আগামী আইপিএল এর জন্য কলকাতা ক্যাপ্টেন করতে পারে তার কারণ এখনও কে ক্যাপ্টেন হবে ঠিক নেই।
1.প্রথমেই যার নাম চলে আসে ইয়ন মর্গ্যান কলকাতার ক্যাপ্টেন ছিল শেষ বছরে কিন্তু তার ক্যাপ্টেন্সি অত ভালো ছিল না তবুও তার ওপর ঝাপাতে পারে 2.দ্বিতীয়তঃ মনিশ পান্ডে কে নেওয়ার জন্য অবশ্যই অকশনের ঝাপাবে এবং তাকে কিনে অবশ্যই ক্যাপ্টেন করতে পারে। 3. স্টিভ স্মিথ অবশ্যই কলকাতা তার ওপর চাপাতে পারে এবং ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে এবং অকশনে বেশি টাকা লাগবে না খেলোয়াড় কে কিনতে। 4. শুভমান গিল কে আবারো অকশনে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে কলকাতা এবং তাকে কিনে অবশ্যই ক্যাপ্টেন করতে পারে। 5. শ্রেয়াস আইয়ার অবশ্য এই পেলেয়ার কে দলে নিয়ে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নেবে কলকাতার দলটি।
Leave a Reply