IPL 2022 CSK এই ওপেনার প্লেয়ারকে টার্গেট করছে

245608003_10158529709533634_1672857891155319946_n

IPL 2022 হতে চলেছে মেগা অকশন যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় যে ডিসেম্বর শেষে কিংবা জানুয়ারির শুরুতে। সব ঠিকঠাক থাকলে ভারতে অনুষ্ঠিত হবে আইপিএল 2022 এর মেগা অকশন। এবং সবচেয়ে বড় ব্যাপার এটা এখানে কিন্তু বিশ্বে থেকে প্রায় 1000 জন প্লেয়ার নাম দেবে। তাদের মধ্যে 10 টি দল মাত্র 230 টি প্লেয়ার কিনবে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দেয় প্রত্যেকটি দল কিন্তু তাদের পছন্দ মত পেলেয়ার ইতিমধ্যেই টার্গেট করে রেখেছে। 

আইপিএল 2022 এ চেন্নাই সুপার কিংস ওপেনার প্লেয়ার কে টার্গেট করতে চলেছে। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস চারটি প্লেয়ারকে রিটার্ন করেছে তার মধ্যেও রুতুরাজ গাইক্বাদ তাদের ওপেনার ছিল। আগের বছর রুতুরাজ গাইক্বাদ ও ফ্যাপ ডু প্লেসি তাদের ওপেনার হিসেবে ছিল। কিন্তু তাদের ওপেনার জুটি তারা ধরে রাখতে পারিনি। এজন্য অবশ্য তারা টার্গেট করতে চলেছে- শুভমান গিল, কুইন্টন ডি কক, ফ্যাপ  ডুপ্লেসি । অবশ্যই কয়েকটি পেলেয়ার কে তার টার্গেট করতে চলেছে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*