
IPL 2022 আপনারা জানেন অবশ্য এটা যে আরও দুটি দল যোগ হতে চলেছে। এটি আইপিএল 2021 এই হত যদি ভাইরাসের জন্য আইপিএল সঠিক সময় হত। কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত পরের বছর অর্থাৎ আইপিএল 2022 এ দশটি টিম খেলবে বিসিসিআই নাম ঘোষণা। 25 শে অক্টোবর দুবাইয়ের একটি হোটেলে আরও দুটি দলের নাম ঘোষণা হল। এই দুটি দল কিনতে দশটি ফ্র্যাঞ্চাইজি যোগ দিয়েছিলেন। সেখান থেকে মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি সফল হতে পেরেছে পরের বছর আইপিএলের তাদের দল খেলানোর জন্য।
আসুন তাহলে জেনে নেই IPL 2022 দশটি দলের নাম ও ক্যাপ্টেন।
- দশটি দলের নাম-
- কলকাতা নাইট রাইডার্স- ক্যাপ্টেন শুভমান গিল,
- চেন্নাই সুপার কিংস-মহেন্দ্র সিং ধোনি
- দিল্লি ক্যাপিটালস-ক্যাপ্টেন রিশব পন্ট,
- রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর-দেবদূত পার্ডিকল,
- মুম্বাই ইন্ডিয়ান্স-ক্যাপ্টেন রোহিত শর্মা,
- পাঞ্জাব কিংস-কে এল রাহুল,
- রাজস্থান রয়েলস-সঞ্জু স্যামসন
- সানরাইজ হায়দ্রাবাদ-ক্যাপ্টেন কেন উয়িলিয়ামসন,
- আমেদাবাদ- ডেভিড ওয়ার্নার
- লখনৌ- আজিংকিয়া রাহানে,
Leave a Reply