
IPL 2022 সানরাইজার হায়দ্রাবাদ যেসব পেলেয়ার কে আগামী মেগা অকশনের জন্য টার্গেট করতে চলেছে দলে নেওয়ার জন্য।জেসেন রয় ,জেসন হোল্ডার, ঈশান কিশান ,কামলেশ নগর্কতি ,কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহেল, শেখর ধাওয়ান, শিখর ভারত, কিগাসো রাবাডা , রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্নু , শিভম মাভি ,রাহুল ত্রিপাঠী, নিতেশ রানা, প্যাট কামিন্স, দীনেশ কার্তিক ইয়ন মর্গ্যান, রাহুল ত্রিপাঠী, সুরেশ রায়না, স্যাম করান, কৃষ্ণাপ্পা গৌতম, আম্বাতি রাইডু, ডুয়েন ব্রাভো
IPL 2022 আর কয়েকদিন পর শুরু হতে চলেছে মেগা অকশন। এ বছর আইপিএলের মজা আরো ডবল হতে চলেছে তার কারণ থাকছে 10 টি দল। যে দুটি দল আছে সেই দুটি দলের জন্য আলাদা করে প্লেয়ার ড্রাফট থাকছে। তার আগে আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান আপনাদের ফেভারিট দল কোনটি। এই মেগা অকশন টান টানা দু’দিন ধরে হবে তার কারণ প্রায় 250 পেলেয়ার এখানে দলগুলি কিনতে চলেছে। ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে ভারতে হতে চলেছে এবছরের মেগা অকশন যেটা জানা যাচ্ছে কিন্তু সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করছে।
Leave a Reply