
IPL 2022 যেখানে দেখতে দেখতে আর কয় মাস পরেই শুরু হতে চলেছে। কিন্তু তার আগে হবে সবচেয়ে বড় ব্যাপার মেগা অকশন। সমস্ত দলগুলির তারা চারটি পেলেয়ার কে দলে নিয়ে নিয়েছে। কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে মেগা অকশন যেখানে অবশ্যই নতুন করে আবারো দল করবে আইপিএলের 10 টি দল।
এবার নামে আসা যাক পাঞ্জাব কিং যে কিনা কোন বিদেশি প্লেয়ার কে রিটেন করিনি। যেখানে Mayank আগারওয়াল এবং আরশদীপ সিং এই দুটি পেলেয়ার কে রিটেন করেছে পাঞ্জাব কিংস আগামী আইপিএল 2022 এর জন্য। যেখানে মেগা অকশনে আটটি বিদেশি প্লেয়ার কে টার্গেট করতে চলেছে এখানে পাঞ্জাব দলটি। যেখানে রাবাডা, লকি ফার্গুসন, ইয়ন মর্গ্যান, জেসন হোল্ডার, জেসন রয়, মিচেল মার্শ, বেন স্টোকস ,জোফরা আর্চার এইসব পেলেয়ার কে নিতে চলবে মেগা অকশনে। কারণ এদের কাছে এবছর আইপিএলে সবচেয়ে বেশি টাকা থাকছে 72 কোটি টাকা নিয়ে অকশন এ যাবে।
Leave a Reply