IPL 2022 এই দুটি নতুন দল আসতে চলেছে

IPL 2022 ইতিমধ্যেই ভারতীয় কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছেন আরো কয়েকটি দল যুক্ত হবে আগামী বছর আইপিএলে। ইতিমধ্যেই জানাই আইপিএল 2021 এ 10 টি দল সংযুক্ত হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোনরকম আইপিএল হচ্ছে এই জন্য দল বাড়ানোর কোনো রকম চিন্তা চালায়নি ভারতীয় কন্ট্রোল বোর্ড। তাই পরের আইপিএলে অর্থাৎ আইপিএল 2022 এর জন্য দশটি দল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিসিসিআই জানিয়ে দিয়েছে তারা পরের বছরের একদম কনফার্ম আরও দুটি নতুন দল আনতে চলেছে।

সেই দুটি দলের জন্য আপাতত 6 টি শহরের নাম সামনে চলে আসে তখন সেই 6 টি শহর আজকে আপনাদেরকে জানাবো। যেখানে প্রথমে নাম চলে আসে আমেদাবাদ , দ্বিতীয়তঃ কটক,  ধরমশালা, আসামের গুয়াহাটি, লখনৌ এবং রাচি । আপাতত এই কয়েকটি নাম সামনে চলে আসে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এটাই যে আরেকটি টিম কিন্তু যোগ হয়ে যেতে পারে তার নাম হচ্ছে পুনে । কিন্তু সবাই বলছে আমেদাবাদ একদম কনফার্ম যোগ দিচ্ছে পরের বছর আইপিএলে তাহলে পরের বছর অবশ্যই অনেক মজা হবে আরও বেশি দিন ধরে IPL 2022 চলবে ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*