
IPL 2021 দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে Knight Riders vs Royal Challengers Bangalore। অবশ্যই ম্যাচটির টানটান উত্তেজনাপূর্ণ হবে এখানে আপনাদেরকে জানাই কলকাতা মেট্রোরেল কিন্তু এই ম্যাচটি অবশ্যই যেতে চাইবে । দুই ম্যাচে কে জিততে পারে সম্পূর্ণ ডিটেইলস এ আপনাদেরকে জানাতে চলেছি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন । যেখানে এই ম্যাচটি 20 সেপ্টেম্বর অর্থাৎ সোমবারে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে।
যদি কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কথা বলা যায় তো দুটি দলই কিন্তু শক্তিশালী। যেখানে রাসেল কিন্তু কলকাতা নাইট রাইস এর সবথেকে বেশি ভয়ানক ব্যাটসম্যান আরসিবির ক্ষেত্রে। যেখানে আপনাদেরকে জানাই এই ম্যাচে কিন্তু কলকাতা জেতার সম্ভাবনা 55 পার্সেন্ট এবং আরসিবির জেতার সম্ভাবনা 45পার্সেন্ট। তবুও সবকিছু সময় বলে দেবে যে কে এই ম্যাচটি জিতে নেবে তো আপনারা কমেন্ট করে জানান এই ম্যাচটি কে জিততে পারে। যেখানে কলকাতা এর ক্যাপ্টেন থাকায় ইয়ন মরগান অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি।
Leave a Reply