
IPL 2021 দ্বিতীয় ভাগ শুরু হতে আর বেশি দিন নয় যেখানে 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তো সেখানে অনেক দল ইতিমধ্যে পৌঁছে গেছে এবং অনুশীলন শুরু করেছে এবং এটা আপনারা সবাই জানেন। এবং 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে বড় মহাযুদ্ধ। তোয়াজ আমরা এখানে আপনাদেরকে জানাবো কোন দল সংযুক্ত আরব আমিরশাহী তে শক্তিশালী কোন দিকে এবং কোন দিকে তাদের দুর্বলতা।তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনিও কোন দলের সাপোর্ট করছেন এটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।প্রথমে আলোচনা করা যাক কলকাতা নাইট রাইডার্স এর শক্তিশালী দিক দুর্বল দিক আপনাদের সাথে আলোচনা করতে চলেছে।
- কলকাতা নাইট রাইস এর শক্তিশালী দিক- যেখানে কলকাতা নাইট রাইডার্স এর শক্তিশালী দিক বলা যেতে পারে তাদের মিডিল অর্ডার তার কারণ একের পর এক বড়োসড়ো নাম আছে। যেখানে রাসেল, ইয়ন মরগান, এছাড়াও দীনেশ কার্তিক আছে যেখানে দেখে মনে হয় তাদের মিডল অর্ডার অবশ্য শক্তিশালী ।
- এবার আসা যাক কলকাতা নাইট রাইডার্স এর দুর্বল দিক যেখানে আপনারা দেখবেন যে কলকাতার দলে কোন ভারতীয় ভালো অলরাউন্ডার নেই। বিশেষ করে ফাস্ট বোলার অলরাউন্ডার চাই এবং এই দলের সবথেকে খারাপ বিষয় এটাই যদি একটা ভারতীয় ভালো ফাস্ট বোলার অলরাউন্ডার কিন্তু তাহলে দলটা হয়তো সবার সেরা হয়ে উঠতে পারতো।
Leave a Reply