IPL 2021 হায়দ্রাবাদ শক্তিশালী ও দুর্বল দিক আরব আমিরশাহী তে

IPL 2021 দ্বিতীয় ভাগ শুরু হতে আর বেশি দিন নয় যেখানে 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তো সেখানে অনেক দল ইতিমধ্যে পৌঁছে গেছে এবং অনুশীলন শুরু করেছে এবং এটা আপনারা সবাই জানেন। এবং 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে বড় মহাযুদ্ধ। তো আজ আমরা এখানে আপনাদেরকে জানাবো কোন দল সংযুক্ত আরব আমিরশাহী তে শক্তিশালী কোন দিকে এবং কোন দিকে তাদের দুর্বলতা।তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনিও কোন দলের সাপোর্ট করছেন এটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

প্রথমে আলোচনা করা যাক রয়েল সানরাইজার হায়দ্রাবাদ এর শক্তিশালী দিক দুর্বল দিক আপনাদের সাথে আলোচনা করতে চলেছে।

  • এবার সানরাইজ হায়দ্রাবাদের সবচেয়ে শক্তিশালী দিকের কথা বলা যাক সেখানে আপনাদেরকে জানাই আইপিএলের শুরু থেকে এদের কিন্তু সবচেয়ে শক্তিশালী দিক হলো । তাদের ওপেনার ব্যাটসম্যান তাদের যদি ওপেনার চলে তো অবশ্যই তারা টুর্নামেন্ট জিতে যায় এমনটাই মনে হয় যদি ওপেনার না চলে তাহলে এসএমএস অবশ্যই হেরে যাওয়ার এমনটাই চলে আসে ।
  • সানরাইজ হায়দ্রাবাদের দুর্বলতার দিক হলো এদের মিডল অর্ডার মিডল অর্ডারে কোন সেইভাবে ভালো পেলেয়ার নেই বলা যেতে পারে। কিন্তু এদের কাছে আব্দুল সামাদ আছে অবশ্যই তিনি এক কথায় ভাল খেলে কিন্তু সবচেয়ে বড় কথা এদের মিডল অর্ডারে কমজোরি এতটাই আব্দুল সামাদ কিন্তু একটা অভিজ্ঞ প্লেয়ার নয় একটা অভিজ্ঞ এবং মারকুটে প্লেয়ার চায় ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*